Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rose Valley

রোজভ্যালি-কাণ্ডে সুদীপ-তাপসকে এ বার তলব ইডি-র

রোজভ্যালির প্রায় ১৭ হাজার কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা ইডি-ও তদন্ত করছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৯:০৫
Share: Save:

রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে এ বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক সপ্তাহের মধ্যে দু’জনকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন ইডি আধিকারিকেরা।

রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেফতার করেছিল সিবিআই। জেল হেফাজতের পর এখন শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পেয়েছেন তৃণমূলের এই দুই নেতা।

রোজভ্যালির প্রায় ১৭ হাজার কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা ইডি-ও তদন্ত করছে। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু এখনও জেলে থাকলেও, তদন্তে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। নাম জড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও।

আরও পড়ুন: চন্দননগরে ভুয়ো টেলিফোন এক্সচেঞ্জের সন্ধান, সিআইডি-র জালে চার​

আরও পড়ুন: দাবি সিবিআই তদন্ত, দাড়িভিট স্কুল আটকে ধর্নায় রাজেশ-তাপসের মা​

ইডি সূত্রে খবর, সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু এবং সংস্থার বেশ কয়েক জন পদস্থ কর্মচারীকে বিভিন্ন সময়ে জেরা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালির ঘনিষ্ঠ যোগের তথ্য উঠে আসে। রোজভ্যালির অফিস থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিতেও সুদীপের নাম পাওয়া গিয়েছিল বলে ইডি সূত্রে খবর। তার ভিত্তিতেই সুদীপকে তলব করা হয়েছে।

একই ভাবে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাপসের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন। রোজভ্যালির যে ফিল্ম ডিভিশন রয়েছে, তাপস পাল মাস ছ’য়েক তার অন্যতম ডিরেক্টর ছিলেন।

অভিযোগ, তাঁর পদমর্যাদাকে কাজে লাগিয়েই, নানা সময় সংস্থা থেকে সুবিধা নিয়েছেন তাপস। রোজভ্যালির পদস্থ কর্তাদের জেরা করে এবং সংস্থার বিভিন্ন দফতরে তল্লাশি চালিয়ে সেই সব নথিপত্র জোগাড় করে ইডি। সে সব বিষয় খতিয়ে দেখার জন্যই দু’জনকে তলব করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE