Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

পুজো কমিটির দরজায় আয়কর, টুইটারে তোপ দাগলেন মমতা, ধর্নায় বসার নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বার বেলা ২টো ২৩ মিনিট নাগাদ ইংরেজিতে টুইট করেছেন। তার পরে ৩টে ১ মিনিটে আবার টুইট করেছেন বাংলায়।

মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে

মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৯:৩৩
Share: Save:

দুর্গাপুজোকে ঘিরে ফের সঙ্ঘাতের আবহ। টুইটারে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকগুলি পুজো কমিটিকে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে বলে জানিয়ে ধর্না কর্মসূচি ঘোষণা করলেন তিনি। আগামী মঙ্গলবার বঙ্গজননী কমিটি ধর্নায় বসছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস ধরানোর ঘটনাকে কতটা উদ্বেগের সঙ্গে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা টুইটেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এক বার নয়, বিষয়টি নিয়ে দু’বার টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বার বেলা ২টো ২৩ মিনিট নাগাদ ইংরেজিতে টুইট করেছেন। তার পরে ৩টে ১ মিনিটে আবার টুইট করেছেন বাংলায়।

আরও পড়ুন: ‘সরকারি ঘরে পিকে কেন’
আরও পড়ুন: বিধানসভায় আসুন, স্পিকারের ফোন শোভনকে

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আয়কর দফতর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে।’ এ রাজ্যের সরকার কী ভাবে গঙ্গাসাগর মেলার উপর থেকে কর প্রত্যাহার করে নিয়েছে, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি— দুর্গাপুজো ও কমিটিগুলোর উপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না।

পুজো কমিটিগুলোর কাছে কর চেয়ে আয়কর দফতরের পাঠানো নোটিসের বিরোধিতা করেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারেই জানিয়ে দিয়েছেন যে, এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূলের বঙ্গজননী শাখা ধর্নায় বসবে। ১৩ অগস্ট রাজা সুবোধ মল্লিক স্কোয়্যারে এই ধর্না হবে বলে তিনি জানিয়েছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গজননী শাখা ধর্না দেবে বলে ঘোষণা করেছেন তৃণমূল চেয়ারপার্সন।

কোন কোন পুজো কমিটিকে আয়কর দফতর কর দেওয়ার জন্য নোটিস ধরিয়েছে, সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে কিছু লেখেননি। তবে তাঁর এই প্রতিবাদ নতুন কিছু নয়। গত বছরও দুর্গাপুজো মেটার পরে আয়কর নোটিস পৌঁছেছিল কলকাতার অনেকগুলি বড় পুজো কমিটির কাছে। জমা-খরচের হিসেব নিয়ে বেশ কয়েক বার আয়কর দফতরে ছুটতে দেখা গিয়েছিল কমিটিগুলোর কর্মকর্তাদের। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। দুর্গাপুজোর উপরে কর বসিয়ে বাঙালির সংস্কৃতির উপরে কেন্দ্রীয় সরকার আঘাত হানতে চাইছে বলে তিনি বিভিন্ন মঞ্চ থেকে তোপ দেগেছিলেন।

কিন্তু আয়কর দফতর তথা কেন্দ্রীয় সরকার যে সে তোপে পিছু হঠতে রাজি নয়, তা এ বার ফের স্পষ্ট হয়ে গেল। পুজোর বেশ কিছুটা আগেই এ বার কর চেয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হল বেশ কিছু কমিটির কাছে।

তৃণমূলও সহজে ছাড়তে নারাজ। মঙ্গলবার বঙ্গজননী শাখার ধর্নামঞ্চে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকার তথা দেশের শাসক দলের বিরুদ্ধে তীব্র তোপ দাগা হবে, তা নিয়ে রাজনৈতিক শিবিরের সংশয় কমই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Dharna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE