Advertisement
১১ মে ২০২৪
State News

এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে সারা বাংলা জুড়ে আন্দোলনের ঘোষণা মমতার

এ বিষয়ে কী কর্মসূচি নেওয়া হয়েছে, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৪:১৬
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)-এর বিরুদ্ধে সারা বাংলা জুড়েই আন্দোলন ছড়িয়ে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কী কর্মসূচি নেওয়া হয়েছে, তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী।

এক নজরে কী বললেন মমতা:

• তৃণমূল কংগ্রেস বন‌্‌ধের রাজনীতি সমর্থন করে না।

• জনজীবন চালু রেখে শান্তিপূর্ণ আন্দোলন করবে তৃণমূল।

• সমস্ত বিরোধী দলগুলি এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে আন্দোলন করছে। সকলের এই আন্দোলনে সহমর্মিতা রয়েছে।

• আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের কর্তব্য। তা কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকার।

• নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলে তা মানবিকতার উপর আঘাত করা হয়।

• ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসটি প্রতিবাদ দিবস হিসাবে পালন করা হবে।

• ২৮ ডিসেম্বর প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে মিছিল। ওই দিন সকাল ১০টা থেকে মিছিল শুরু হবে।

আরও পড়ুন: ‘নিরপেক্ষ’ সংস্থার পর্যবেক্ষণে গণভোটের দাবি তুললেন মমতা

• ২৭ ডিসেম্বর সিঙ্গুর থেকে তারকেশ্বর মিছিল হবে।

• ২৪ ডিসেম্বর তৃণমূলের ট্রেড ইউনিয়নয়ের পক্ষ থেকে মিছিল করা হবে।

• ২৫ ডিসেম্বর সারা বাংলা জুড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে।

• প্রতিটি মহকুমায় এই কর্মসূচি চলবে।

• ২৩ ডিসেম্বর নো এনআরসি- নো সিএএ কর্মসূচি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE