Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাজার মাতাচ্ছে রাণুদির শাড়ি 

তেহট্ট বাজারের অতি পরিচিত দোকান ক্ষীরোদা বস্ত্রালয়। এর মালিক চঞ্চল মজুমদার বলেন, ‘‘তুষার সিল্ক শাড়ি মানুষ হাতে নিয়ে দেখতেন। তবে খুব কম বিক্রি হত। এখন রাণু-সিল্ক নামে অঢেল বিক্রি হচ্ছে।’’

রাণু-শাড়ি।

রাণু-শাড়ি।

সাগর হালদার ও সন্দীপ পাল
তেহট্ট ও কালীগঞ্জ শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৪
Share: Save:

পুজোর সময়ে সকলেই একটু আালাদা সাজতে চান। সে কথা মাথায় রেখে কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। মেয়েদের শাড়ির বাজার ধরতে এবারের ট্রেন্ড রাণু-শাড়ি।

ইন্টারনেটে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সম্প্রতি হিমেশ রেশমিয়ার পরিচালনায় সিনেমায় গান গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। তিনি বেশ কিছু জায়গায় এক ধরনের সিল্ক শাড়ি পরেছিলেন। সেই শাড়িই পুজোর আগে তেহট্ট বাজারের বিভিন্ন দোকানে রাণু-শাড়ি নামে বিকোচ্ছে। পাশাপাশি, বাজারে চলছে বাংলা সিরিয়ালের নামের শাড়িও। নিত্যনতুন ফ্যাশনের যুগে এক ধরনের শাড়ি বা জামা বেশি দিন চলে না। তাই নতুন নতুন ডিজাইনের আমদানি হতে থাকে প্রায় প্রত্যেক পুজোতেই। তবে অন্য সব পোশাকের পাশাপাশি এবারে তুষার সিল্কের চাহিদা প্রচুর। তেহট্ট বাজার এলাকার বিক্রেতা ও ক্রেতাদের একাংশের দাবি, গানের রেকর্ডিংয়ের জন্য মুম্বই গিয়ে রাণু পড়েছিলেন তুষার সিল্ক নামের এক ধরনের শাড়ি। সেখান থেকেই ওই সিল্ক শাড়ি জনপ্রিয় হয়েছে।

তেহট্ট বাজারের অতি পরিচিত দোকান ক্ষীরোদা বস্ত্রালয়। এর মালিক চঞ্চল মজুমদার বলেন, ‘‘তুষার সিল্ক শাড়ি মানুষ হাতে নিয়ে দেখতেন। তবে খুব কম বিক্রি হত। এখন রাণু-সিল্ক নামে অঢেল বিক্রি হচ্ছে।’’

এলাকার আর একটি দোকান মোহন বস্ত্রালয়ের শাড়ির কালেকশনও চোখে পড়ার মতো। গৌতম মজুমদার, পরিমল মজুমদার, পরিতোষ মজুমদার— দোকানের তিন মালিকই মনে করছেন এ বারের পুজো-বাজারে রাণু-শাড়ি হিট। তাঁরা বলেন, ‘‘আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো বিক্রি আগের বছর হয়নি। সবই রাণু মণ্ডলের জাদু!’’

তেহট্টের বাসিন্দা তথা শাড়ির নিয়মিত খরিদ্দার মীরা হালদার বলেন, ‘‘প্রত্যেক বছরই পুজোয় কোনও না কোনও নতুন নামের শাড়ি দেখা যায়। বছর দুয়েক আগে বাহা-শাড়ি উঠেছিল। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’-এর নায়িকা বাহা ধারাবাহিকে ওই শাড়ি পরতেন। এ বার চলছে রাণু-শাড়ি। শুনেছি, টেলিভিশনের কোনও অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়ি পরেছিলেন।’’

কালীগঞ্জ, পলাশি এলাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে ‘ফাগুন বৌ’ শাড়ি। দোকানিরা জানচ্ছেন, বাংলা ধারাবাহিকের নামে এই শাড়ি মূলত জারদৌসির উপরে নির্মিত। গোটা শাড়ি জুড়ে রয়েছে কাজ। এছাড়া সিল্কের উপরে বাংলা সিরিয়ালের নামে বকুলকথা শাড়ি, কুসুমডোলা শাড়ি, কলের বৌ শাড়ি— এ সবও রয়েছে। চাহিদা রয়েছে রংবেরঙের পাখি-আঁকা শাড়িরও। পলাশির শাড়ি-ব্যবসায়ী প্রকাশ কুণ্ডু বলেন, ‘‘একটু অন্য রকম কাজ থাকলেই হল। এই সময়ে সাধারণ থেকে অতি-সাধারণ শাড়িও ‘ফ্যাশন ট্রেন্ড’-এর নামে নতুন নাম পেয়ে যায়। সিরিয়ালের নামের শাড়ির বেশ ভাল চাহিদা রয়েছে।”তবে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে রাণু-শাড়িই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranum Mondal Ranu Mondal Saree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE