Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মঙ্গলবার ধর্মঘটের দিন কড়া হতে পারে পুলিশ

আগামী মঙ্গল ও বুধবার (৮ ও ৯ জানুয়ারি) বামেদের ডাকা ধর্মঘটের দু’দিনে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) এবং কলকাতা-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৫:১২
Share: Save:

ধর্মঘটের দিন পরীক্ষার্থীদের অসুবিধা এ়়ড়াতে কড়া হতে পারে পুলিশ।

প্রশাসন সূত্রের খবর, আগামী মঙ্গল ও বুধবার (৮ ও ৯ জানুয়ারি) বামেদের ডাকা ধর্মঘটের দু’দিনে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (মেন) এবং কলকাতা-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। এসএফআইয়ের পক্ষ থেকে ধর্মঘটের দিন পরীক্ষা রদ করার জন্য চিঠি দিলেও বিশ্ববিদ্যালয়গুলি এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি। ফলে পরীক্ষা হচ্ছে ধরে নিয়েই পুলিশ-প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। লালবাজারের খবর, ধর্মঘটীরা যাতে রাস্তা অবরোধ করে না রাখতে পারেন তার জন্য প্রতিটি ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ডিসি-কে নির্দেশ দেওয়া হয়েছে। একটি সূত্রের দাবি, রাস্তা অবরোধ করলে আইন অনুযায়ী গ্রেফতার করাই যায়। কিন্তু অন্যান্য বার সাধারণত অনুরোধ করে অবরোধ তোলা হয়। এ বার কিন্তু পুলিশকে বলে দেওয়া হয়েছে, প্রয়োজনে তৎক্ষণাৎ গ্রেফতার করে রাস্তায় যান চলাচল চালু করতে হবে। কিন্তু এর জেরে কোনও ভাবেই যাতে জনজীবন ব্যাহত না হয়, তা-ও একই ভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, ধর্মঘটীদের গ্রেফতার করতে বললেও প্রশাসনের শীর্ষকর্তারা একই সঙ্গে সাবধানও থাকতে বলেছেন। কারণ, লাঠি চালালে বা ধাক্কাধাক্কিতে কেউ আহত হলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। সেই পরিস্থিতি এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। লালবাজারের কর্তারা অবশ্য এ সব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। এক শীর্ষকর্তার মন্তব্য, ‘‘জোর করে যাতে ধর্মঘট না হয়, সেটাই নিশ্চিত করতে বলা হয়েছে। রাস্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পর্যাপ্ত বাহিনীও থাকবে।’’

আরও পড়ুন: সাগরমেলায় সরকারি প্রকল্প নিয়ে প্রচারে ঝাঁপ তৃণমূলের

আরও পড়ুন: প্ল্যাটফর্মে রক্তদান! পারলে থামাক, বললেন তৃণমূল সাংসদ সৌগত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE