চন্দ্রপ্রভ ভট্টাচার্য ও কেশব মান্না
সরকারি সূত্রে খবর, মোট ৯.৭ বর্গ কিলোমিটার প্রকল্প এলাকার মধ্যে ২.৬ বর্গ কিলোমিটার এলাকায় কয়লা উত্তোলনের কাজ শুরু করা হবে। তবে প্রকল্প এলাকার কিছু অংশে জনবসতি রয়েছে।
জগন্নাথ চট্টোপাধ্যায়
কলকাতা বন্দরের খবর, তাজপুর বন্দর গড়তে অন্তত ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে হবে। পাশাপাশি ৪০ কিলোমিটারের মধ্যে ওড়িশা উপকূলে টাটা গোষ্ঠীর ১৮ মিটার নাব্যতার সুবর্ণরেখা বন্দরের সঙ্গে কঠোর প্রতিযোগিতায় পড়তে হবে তাজপুরকে।
নিজস্ব প্রতিবেদন
সীমান্তবর্তী মুর্শিদাবাদের মতো জেলায় নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে পথে নেমেছেন সম্প্রদায় নির্বিশেষে অসংখ্য মানুষ।
নিজস্ব সংবাদদাতা
ডেঙ্গি ভয়ঙ্কর আকার নেওয়ার প্রেক্ষিতে কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস। এর মধ্যে সংসদে সিএবি পাশ হয়ে যাওয়ায় ওই ‘অসাংবিধানিক’ পদক্ষেপের প্রতিবাদেই বৃহস্পতিবার রাস্তায় নামে তারা।
নিজস্ব প্রতিবেদন
অসমে সিএবি নিয়ে হিংসা, আন্দোলন ছড়াতে শুরু করেছে। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমানা সংলগ্ন কোচবিহার, আলিপুরদুয়ারে।
নিজস্ব সংবাদদাতা
সিএবি-র বিরুদ্ধে ইতিমধ্যেই সরব তৃণমূল শিবির। সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুরও এ দিন জানিয়ে দিলেন, বিল তিনি সমর্থন করছেন না।
নিজস্ব সংবাদদাতা
বুধবার রাতে কলকাতা থেকে গুয়াহাটির উড়ান বাতিল হলেও এ দিন সকালে কলকাতা-গুয়াহাটি উড়ান যাতায়াত করেছে। গুয়াহাটি থেকে রোজ ৬৫টি উড়ান ওঠানামা করে।
নিজস্ব সংবাদদাতা
হুমায়ুন অবশ্য বলেন, ‘‘না বোঝার কিছু নেই। রাজনীতিতে থাকতে হলে ‘মানুষের স্বার্থ’ নিয়ে ছেলেখেলা করতে পারব না।’’ তা হলে এ বার যাবেন কোথায়? সে ব্যাপারে না ভাঙলেও রেজিনগর এলাকায় প্রাক্তন মন্ত্রীর দাপট যে অনস্বীকার্য, তা মেনে নিয়েছেন স্থানীয় কংগ্রেস কিংবা তৃণমূল— দু’পক্ষই। তা হলে... হুমায়ুন বলছেন, ‘‘একটু ভেবে দেখি।’’
নিজস্ব সংবাদদাতা
সর্বভারতীয় স্তরে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই (এম-এল) লিবারেশন নেতৃত্ব ১৯ তারিখ প্রতিবাদের ডাক দিয়েছেন।
রাজদীপ বন্দ্যোপাধ্যায় ও সুশীল মাহালি
ভুবনেশ্বরের স্পেশাল জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বছর চল্লিশের রবি সেখানে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন।
মধুমিতা দত্ত
শিক্ষা সূত্রের খবর, শুধু পরীক্ষার হল নয়, প্রতিটি কলেজে পরীক্ষার জন্য খোলা কন্ট্রোল রুম, যেখানে পরীক্ষার আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
ক্লাস বন্ধ করে আন্দোলন কেন, সেই প্রশ্ন তুলে হুঁশিয়ারির পাশাপাশি সরকারের তরফে ওই শিক্ষকদের ‘শো-কজ়’ বা কারণ দর্শাতে বলা হয়েছিল।
প্রদীপ্তকান্তি ঘোষ
বয়স অনেক আগে ১৮ পেরিয়ে গেলেও নানা কারণে তালিকার বাইরে ছিলেন অনেকে। দেশে সেই সংখ্যা ৭.৩১ লক্ষ। তার প্রায় অর্ধেক বাসিন্দাই বঙ্গের।
নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর সদর, কালিয়াগঞ্জ, করিমপুর— এই তিন বিধানসভার উপনির্বাচনে হারের পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃ্ত্ব রাজ্যের তিন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় সিংহকে ওই ফলের কারণ বিশ্লেষণ করে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন।
নিজস্ব সংবাদদাতা
তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তাঁর এলাকার ক্লাবের উদ্যোগে ক্ষিতিবাবুর স্মরণসভা করেছেন।
নিজস্ব সংবাদদাতা
দু’টি পরীক্ষার জন্য আলাদা ফি দেওয়া সত্ত্বেও তাঁরা ‘বঞ্চনা’র শিকার বলে অভিযোগ করেছে ‘পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ’।
সৌমেন দত্ত
রাজেশবাবু ও তাঁর পরিবার অবশ্য দিদিমণির জন্য নিজেদের ঘর ছেড়ে দিয়েছেন। পেশায় কাঠমিস্ত্রি ওই যুবক বলেন, ‘‘আমাদের ছোট বাড়ি। দিদিমণিকে ঘরের খাটে শুতে দিচ্ছি।’’
নিজস্ব প্রতিবেদন
এনআরসি ইস্যুকে সামলাতে বিজেপি নেতৃত্ব যখন সিএবিকে ঢাল করে এগোচ্ছেন, তখন সেই ঢালের উপরেও আক্রমণ শানাতে চাইলেন প্রশান্ত কিশোর।
চন্দ্রপ্রভ ভট্টাচার্য ও কেশব মান্না
গোটা দেশে মন্দার পরিস্থিতির মাঝেই এ রাজ্য কী ভাবে এগিয়ে চলেছে, তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘শিল্প আর্থিক অবস্থার উপর নির্ভরশীল।
শমীক ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়
হাইকোর্ট সূত্রের খবর, শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে।
প্রেমাংশু চৌধুরী ও সম্রাট চন্দ
শান্তিপুরের মালঞ্চ স্ট্রিটের মঙ্গল আহমেদ কারিগর ও কারিগরপাড়ার হাকিম আলি সৌদি আরবের রিয়াধে শপিং মলে কাজ করতেন।
নিজস্ব সংবাদদাতা
উচ্চশিক্ষার নতুন বিধিতে রাজ্যপাল-আচার্যের সব ক্ষমতাই খর্ব হয়ে গিয়েছে। কার্যত শুধু নামেই রয়ে গিয়েছে ‘আচার্য’ পদটি।
নিজস্ব প্রতিবেদন
বুধবার প্রায় আট হাজার মানুষের লাইন পড়েছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মুখ্য ডাকঘরে।
নিজস্ব সংবাদদাতা
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, মন্ত্রীর লিখিত আশ্বাস না-পেলে তারা অনশন-বিক্ষোভ চালিয়ে যাবে।
নিজস্ব সংবাদদাতা
মুখ্যসচিব মনে করেন, কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দফতরের কর্তারা কোনও একটি ফাইল নিয়ে নবান্নে আলোচনা করতে এলে গোটা দিনটাই মাটি হয়ে যায়।
সীমান্ত মৈত্র
মতুয়াদের নিয়ে কর্মসূচি অথচ দু’দিনের এই কর্মসূচিতে দেখা গেল না বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুরকে। মমতার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
বছর সাতেক আগে তাঁর ছোট ছেলে গৌতমের সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের দোবাই গ্রামের দেবশ্রী মাইতির বিয়ে হয়। তাঁদের একটি ছেলেও হয়।
নিজস্ব সংবাদদাতা
জানুয়ারিতে স্বাস্থ্য দফতর বলেছিল, এ বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ঘরে ঘরে সমীক্ষা এবং লার্ভা নিধনের কর্মসূচি চলবে।
মনিরুল শেখ
অসমে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকায় বহু হিন্দুর নাম বাদ পড়ার জন্য এ রাজ্যের হিন্দুরাও আতঙ্কিত ছিলেন। কিন্তু গত তিন দিনে পরিস্থিতি খানিকটা পাল্টে গিয়েছে। লোকসভায় সোমবারই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানো, কর্মসংস্থানের দাবি এবং সেই সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে গত ৩০ নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছিল ‘লং মার্চ’।
নিজস্ব সংবাদদাতা
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ গত পাঁচ বছরের ৭৭৬ জন সাংসদের মধ্যে ৭৫৯ জনের এবং ৪১২০ জন বিধায়কের মধ্যে ৪০৬৩ জনের হলফনামার মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে।
নিজস্ব সংবাদদাতা
কেন তিনি তফসিলি জাতি ও জনজাতি কমিশনের বিলে ছাড়পত্র দেননি, সেই কারণ বিধানসভাকে জানানোর জন্য মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল ধনখড়।
নিজস্ব সংবাদদাতা
দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিধান ভবনের সামনে প্রতিবাদ-সভায় বিলের প্রতিলিপি পোড়ানো হয়।
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার সন্ধ্যাতেই ট্রেন চালকের তৎপরতায় প্রাণ বেঁচেছিল দু’টি হাতি। কয়েক ঘণ্টা পরে অন্য ট্রেনের ধাক্কাতেই প্রাণ গেল পূর্ণবয়স্ক দু’টি হাতির। বুধবার ভোর বেলা শিলিগুড়ি থেকে কাটিহারগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় খড়িবাড়ির কাছে বাতাসীতে মারা যায় ওই দু’টি হাতি। বাগডোগরা রেঞ্জের অন্তর্গত ওই এলাকাটি হাতি যাতায়াতের করিডর হিসাবেই পরিচিত।
নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পেশ করা উচ্চশিক্ষা বিধিতে বলা হয়েছে, আচার্য হিসেবে রাজ্যপালের কোনও সচিবালয় থাকবে না।
নিজস্ব সংবাদদাতা
বিধানসভায় পেশ করার জন্য তফসিলি জাতি ও জনজাতি কমিশন বিলে রাজ্যপাল প্রয়োজনীয় ছাড়পত্র দেননি, এই কথা জানিয়ে চলতি অধিবেশন দু’দিনের জন্য মুলতুবি রেখেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রদীপ্তকান্তি ঘোষ
২০১৫ সালে কলকাতা পুরসভা এবং অন্য পুরসভাগুলির মধ্যে ভোটের ব্যবধান ছিল সপ্তাহ দুয়েক।
নিজস্ব সংবাদদাতা
পোস্তার আড়তদারেরা সিপি-কে জানান, পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজি দরে। নাশিকের পেঁয়াজ কম আসছে।
নিজস্ব সংবাদদাতা
সরকারি সূত্রের খবর, কেন্দ্রের বদলে রাজ্য সরকার নিজেরা তাজপুরের সমুদ্রবন্দর তৈরির সিদ্ধান্ত নেওয়ার পরে তা নিয়ে এত দিন ধরে প্রস্তুতি চলছিল রাজ্য প্রশাসনের অন্দরে।