বাংলা থেকে শুরু হয়েছিল। তার পরেও ইংরেজি, ইতিহাসের প্রশ্নপত্র পাচার আটকানো যায়নি। এ বার ভূগোল। ফের এক বার পর্ষদের নজর এড়িয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পাচার হয়ে গেল প্রশ্নপত্র!
জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত।
শিলং থেকে ফিরেই মাসিক ক্রাইম বৈঠক ডেকে সহকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন রাজীব। লালবাজারের খবর, সিপি হিসেবে বাহিনীর ওই সদস্যদের সঙ্গে রাজীবের শেষ বৈঠক সম্ভবত এটাই।
ওই নেতার নাম ধরে ডাকাডাকি শুরু করে। অভিযোগ, তাঁকে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রিভলবার দেখিয়ে তুলে নিয়ে যায় তাঁর মেয়েকে। শুক্রবার রাত পর্যন্ত অপহৃতের খোঁজ পাওয়া যায়নি।
এ বার এমন ছবি পাল্টাতে উদ্যোগী হচ্ছেন রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের কামরায় থাকা যাত্রী যাতে পরবর্তী স্টেশন আসার আগেই জায়গার নাম জানতে পারেন, সে জন্য ঘোষণার ব্যবস্থা চালু হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কিছু লোকালে ইতিমধ্যেই তা শুরু হয়েছে। ধাপে ধাপে সব লোকাল ট্রেনেই ওই ব্যবস্থা চালু করা হবে।
সরকারি স্তরে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করে তিন মাসের মধ্যে পরিকাঠামোগত ত্রুটি কাটিয়ে উঠতে বলা হয়েছে। কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গেও বৈঠক করেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।