Malaika Arora and Arjun Kapoor to get married next year - Anandabazar
  • সংবাদ সংস্থা
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

বিয়ের পিঁড়িতে মালাইকা আর অর্জুন?

Malaika Arora
মালাইকা অরোরা।

Advertisement

আগামী মাসেই বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের মরসুমে এমনটাও শোনা যাচ্ছে, আগামী বছরে চার হাত এক করতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা। সম্পর্ক নিয়ে কখনওই তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি। তবে হালফিল তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বারবার।

দিন কয়েক আগেই ইটালিতে জন্মদিনের ছুটি কাটিয়ে এলেন মালাইকা। তাঁর সঙ্গে অর্জুনও ছিলেন বলেই অনুমান। কারণ বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। আবার একটি রিয়্যালিটি শোয়ে এসেছিলেন অর্জুন, যেখানে মালাইকা বিচারক। হাতে হাত রেখে দু’জনে শোয়ে নাচও করেন।

নতুন সম্পর্কে জড়িয়েছেন আরবাজ় খানও। গত বছরই মালাইকা ও আরবাজ় দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন। বিদেশিনি প্রেমিকা জর্জিয়া আন্ড্রিয়ানির সঙ্গেই সব জায়গায় এখন দেখা যায় আরবাজ়কে। শোনা গিয়েছে, আগামী বছরে বিয়ে করতে পারেন আরবাজ়-জর্জিয়াও।

আরও পড়ুন: ‘এখনও অডিশন দিয়ে অপেক্ষা করি’

আরও পড়ুন: ভারতীয় সিনেমা এখন বেশ ইন্টারেস্টিং অবস্থায়

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন
বাছাই খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন
বিশেষ বিভাগ