Advertisement
E-Paper

কম দামি স্মার্টফোনে মন ভরছে না ভারতীয়দের! বাজারকাঁপানো ফোনের তালিকায় সেরার সেরা হল কোন ব্র্যান্ড?

ভারতের স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম ফোনের প্রতি ঝোঁকার প্রবণতা দেখা গিয়েছে তরুণ প্রজন্মের। এ দেশের ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন একটি বিশেষ ব্র্যান্ডকেই। কার মাথায় উঠল সেরার শিরোপা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:৫১
top-selling smartphone in India

—প্রতীকী ছবি।

২০২৫ শেষ। নতুন বছর শুরু হয়ে গিয়ে কয়েকটা দিনও অতিক্রান্ত। নতুন বছরে মোবাইলপ্রেমীরা মুখিয়ে আছেন নতুন কোন কোন মডেল বাজারে আসতে চলেছে তা দেখার জন্য। ২০২৫ সালে অ্যাপ্‌ল, স্যামসাং-সহ বেশ কয়েকটি ফোননির্মাতা সংস্থা নতুন মডেল বাজারে এনেছিল। তবে সব ক’টি মডেলকে টেক্কা দিয়ে একটি মডেলের মাথায় উঠেছে সেরার মুকুট। ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের শিরোপা উঠল কার মাথায়?

আইফোন ১৭ সিরিজ় ভারতে লঞ্চ করলেও পূর্বসূরির জনপ্রিয়তার ধারেকাছে দাঁড়াতে পারেনি। তা হলে ভারতে সর্বাধিক বিক্রি হওয়া ফোন কোনটি? স্মার্টফোনের দুনিয়ায় ভারতে সেরার সেরা হয়েছে আইফোন ১৬ সিরিজটি। এ দেশের ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন আইফোন ১৬কেই। ভারতের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে আইফোনের মতো দামি ফোন সবচেয়ে বেশি বিক্রি হওয়ার নেপথ্যের কারণ খুঁজল আনন্দবাজার ডট কম। বিশেষজ্ঞদের মতে, আইফোনকে বেছে নেওয়ার প্রধান কারণ হল পুরনো মডেলটির দাম কমে যাওয়া। আইফোনের নতুন সংস্করণ বাজারে চলে আসায় বিভিন্ন সেলের সময় আইফোনের ১৬-এর দাম হঠাৎ করেই কমে গিয়েছিল। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে ১০ হাজার টাকা থেকে শুরু করে আরও ছাড়ে আইফোনের এই বিশেষ সংস্করণটি বিক্রি হচ্ছিল।

দ্বিতীয় কারণটি হল মাসিক কিস্তিতে আইফোন কেনার সুবিধা। আইফোনের মালিক হওয়ার ইচ্ছা পূরণ করছে ইএমআইয়ের বিকল্প। মাসে মাসে অল্প অল্প করে টাকা মিটিয়ে দিলেই হল। এই বিকল্পটির ফাঁদে পড়ে অনেকেই ছাড়ের সময় সাধের আইফোন পকেটস্থ করেছেন। মধ্যবিত্ত ভারতীয়দের কাছে আইফোন ‘স্ট্যাটাস সিম্বল’। যতটা না প্রয়োজন তার থেকে অনেক বেশি দেখনদারির চল বলে মনে করেন পণ্য ও বাজার বিশ্লেষকদের একাংশ। সে কারণেই নতুন সংস্করণের তুলনায় আইফোন ১৬ ভারতে সবচেয়ে বিক্রি হওয়া ফোনের তকমা ছিনিয়ে নিতে সমর্থ হয়েছে।

iphone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy