Advertisement
E-Paper

নতুন বছরে আরও বাড়বে দাম, ভারতে নতুন সিরিজ়ের আইফোনের দর কতটা চড়াল অ্যাপ্‌ল?

শুধু অ্যাপ‌্‌লই নয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাংও একই ভাবে দাম বাড়ানোর পথে হেঁটেছে। তার কারণ পাইকারি বাজারে ফোনের যন্ত্রাংশ ও হার্ডঅয়্যারের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭
Apple may increase iPhone 17 prices

—প্রতীকী ছবি।

চলতি বছরের সেপ্টেম্বরের ৯ তারিখে ভারতে আত্মপ্রকাশ করেছিল বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ়। পুজোর মুখেই এই বহু আকাঙ্ক্ষিত ফোনটি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কয়েক মাস কাটতে না কাটতেই একঝটকায় ৭০০০ হাজার টাকা দাম বাড়াতে পারে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ‌্‌ল। আর তাতেই প্রমাদ গুনছেন আইফোনপ্রেমীরা। নতুন বছরের শুরুতে যাঁরা আইফোন পকেটে পুরতে চেয়েছিলেন তাঁদের আশঙ্কা, বাড়তি টাকা গচ্চা দিতে হবে ফোনটি কেনার জন্য। আইফোনের ১৭ সিরিজ়ের বেস ভ্যারিয়েন্টের দামই কয়েক হাজার বাড়াতে চলেছে নির্মাতা সংস্থা।

শুধু অ্যাপ‌্‌লই নয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাংও একই ভাবে দাম বাড়ানোর পথে হাঁটতে পারে। তার কারণ পাইকারি বাজারে ফোনের যন্ত্রাংশ ও হার্ডঅয়্যারের দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত। এর আগে যন্ত্রাংশের দাম বাড়লেও এই দুই বাঘা সংস্থা তাদের ফোনের দাম বাড়ায়নি। কারণ এই সংস্থাগুলির লভ্যাংশ এতই বেশি থাকে যে হার্ডঅয়্যারের বিশেষ বিশেষ যন্ত্রের দাম বাড়লেও তা ধর্তব্যের মধ্যে এত দিন আনেনি দুই বহুজাতিক সংস্থা।

কিন্তু বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন সঙ্কেত দিচ্ছে। ২০২৬ সালে বিশ্ব জুড়ে তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) তৈরির কাজ চলছে তাতে বিপুল পরিমাণ র‌্যাম ও রমের প্রয়োজন হচ্ছে। ফলে ফোনের জন্য প্রয়োজনীয় এই দুটি যন্ত্রাংশ মহার্ঘ হয়ে উঠছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন বছরে যত তাড়াতাড়ি সম্ভব ফোন কিনে নিন। তা নাহলে আইফোন-সহ সমস্ত স্মার্টফোনের দাম আকাশছোঁয়া হয়ে উঠতে পারে।

iphone iPhone 17 Price
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy