Advertisement
E-Paper

১৭ সেপ্টেম্বর, ১৯১৫

মহারাষ্ট্রের পান্ধারপুরে ভারতীয় চিত্রকর মকবুল ফিদা হুসেনের জন্ম। এম এফ হুসেন নামেই বেশি খ্যাত ছিলেন তিনি। ১৯৫২ সালে মুম্বইয়ে প্রথম একক প্রদর্শনী। ওই বছরই প্রথম একক আন্তর্জাতিক প্রদর্শনী জুরিখে। ধ্রুপদী ভারতীয় ঘরানার সঙ্গে পিকাসোর কিউবিজমের মিশেল ঘটানো মকবুল তার পর ক্রমশ নিজেকে ছাড়িয়ে যেতে থেকেছেন। ১৯৬৬ সালে তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ১৯৬৭-তে হুসেন তুললেন তাঁর প্রথম চলচ্চিত্র, শাদা-কালোয় ‘থ্রু দি আইজ অফ আ পেইন্টার’। বার্লিন উৎসবে সেরা পুরস্কার পেয়েছিল এই ছবি। ফোর্বস পত্রিকা হুসেনকে ‘ভারতের পিকাসো’ বলে চিহ্নিত করেছিল। ২০১১ সালের ৯ জুন ৯৫ বছর বয়সে লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে মারা যান এই কিংবদন্তি শিল্পী।

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১

মহারাষ্ট্রের পান্ধারপুরে ভারতীয় চিত্রকর মকবুল ফিদা হুসেনের জন্ম। এম এফ হুসেন নামেই বেশি খ্যাত ছিলেন তিনি। ১৯৫২ সালে মুম্বইয়ে প্রথম একক প্রদর্শনী। ওই বছরই প্রথম একক আন্তর্জাতিক প্রদর্শনী জুরিখে। ধ্রুপদী ভারতীয় ঘরানার সঙ্গে পিকাসোর কিউবিজমের মিশেল ঘটানো মকবুল তার পর ক্রমশ নিজেকে ছাড়িয়ে যেতে থেকেছেন। ১৯৬৬ সালে তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ১৯৬৭-তে হুসেন তুললেন তাঁর প্রথম চলচ্চিত্র, শাদা-কালোয় ‘থ্রু দি আইজ অফ আ পেইন্টার’। বার্লিন উৎসবে সেরা পুরস্কার পেয়েছিল এই ছবি। ফোর্বস পত্রিকা হুসেনকে ‘ভারতের পিকাসো’ বলে চিহ্নিত করেছিল। ২০১১ সালের ৯ জুন ৯৫ বছর বয়সে লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে মারা যান এই কিংবদন্তি শিল্পী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy