বাংলা সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যু। চিত্রশিল্পী, ভায়োলিন বাদক, সুরকার, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী হিসাবেও পরিচিতি ছিল তাঁর। লেখক হিসাবে লোকগাথার জন্য বিশেষ পরিচিতি ছিল তাঁর। তিনিই প্রথম ভারতে কালার ও আধুনিক প্রিন্টারের প্রচলন করেন। ১৮৮৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম ম্যাগাজিন ‘সখা’। শিশু সাহিত্যই ছিল তাঁর লেখনীসৃষ্টির মূল বিষয়। সৃষ্টি করেছেন ‘গুপী গাইন বাঘা বাইন’ ও ‘টুনটুনির বই’-এর মত অনবদ্য শিশু সাহিত্য। তাঁর বিখ্যাত কিশোর সাহিত্য পত্রিকা ‘সন্দেশ’। বিজ্ঞান সম্বলিত তাঁর সেরা দু’টি ক্লাসিকস— সেকালের কথা ও আকাশের কথা।