১৯০৮ সালে বাংলা সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম। বিখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরি তাঁর জ্যাঠামশাই ছিলেন। তাঁর বাল্যজীবন কাটে শিলঙে যেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি মহিলা হিসাবে ইংরাজী সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম হন। সব মিলিয়ে বই লিখেছেন প্রায় ১৫০টি। পেয়েছেন আনন্দ পুরস্কার ও শিশু সাহিত্য পুরস্কার। ১৯৩১ সালে দার্জিলিঙে স্কুলে শিক্ষকতা করার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতন স্কুলে যোগ দেন। পরে কাজ করেন অল ইন্ডিয়া রেডিওতে। ১৯২২ সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প ‘লক্ষ্মী ছেলে’। ১৯৬৩ সালে সন্দেশ পত্রিকায় যোগ দেন যুগ্মসম্পাদক হিসাবে। তাঁর প্রথম উপন্যাস ‘শ্রীমতি’ ও ছোটদের গল্প ‘বদ্যিনাথের বড়ি’। পাকদণ্ডী নামে তাঁর লেখা আত্মজীবনীতে তাঁর শিলঙে ছেলেবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তাঁর কাজকর্ম, রায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তাঁর দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে।