বেড়ানোর জন্য ব্যাগ গোছানোতেই একটা আলদা আনন্দ। কোনটা নিয়ে যাওয়া হবে, কোনটি নয়, জরুরি জিনিস নেওয়া হল কি না, এসব ভাবনাচিন্তার মধ্যেই যেন বেড়ানোর উত্তেজনা জুড়ে থাকে।
ঠিক এর উল্টোটা হয় ফেরার পর। বহু বাড়িতে ট্রলি ব্যাগ বা রুকস্যাকটি দিনের পর দিন বাইরে পড়েই থাকে। এমনকি, সেটি ভাল করে পরিষ্কারও করা হয় না। আপনিও কি এমন দলেই পড়েন?
এই অভ্যাসের ফলে ব্যাগ, ট্রলি, স্যুটকেসের মেয়াদ কমে যায়। কারণ, যে কোনও জিনিস অযত্নে নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন:
কী ভাবে সফরের পরে ব্যাগ পরিষ্কার করবেন?
১। বাইরে থেকে আসার পরে, ট্রলি বা পিঠের ব্যাগটি ঘরে রাখার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক ওয়াইপস দিয়ে ট্রলি ব্যাগের চাকা মুছে নিন। হাতের ব্যাগ হোক বা পিঠের ব্যাগ— ওয়াইপ্স দিয়ে বাইরের অংশটি হালকা করে মুছে নিন।
২। সময় মতো ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করে ফেলুন। জামাকাপড় কাচতে বার করে দিন। অনেকেই স্যুটকেস বা ব্যাগ থেকে অল্প অল্প জিনিস বার করে কাচতে দেন। এতে চট করে ব্যাগ খালি হয় না। বাইরে পড়ে থাকার ফলে ধুলো জমে।
৩। ব্যাগের সমস্ত ছোট ছোট পকেট থেকেও সমস্ত জিনিস বার করে ফেলুন। ভিতরের কাপড়টি বাইরের দিকে বার করে ব্রাশের সাহায্যে ধুলো ঝেড়ে নিন। ভ্যাকিউম ক্লিনার থাকলে তা দিয়েও ব্যাগ ভাল করে পরিষ্কার করে নিতে পারেন।
৪। ব্যাগে কোনও কিছু খাবার পড়ে গেলে বা কিছু লেগে গেলে দাগ হয়ে যেতে পারে। তা ছাড়া লম্বা সফরের ফলে ব্যাগ ভীষণ ময়লা হয়। কাপড়ের ব্যাগ হলে শ্যাম্পু গোলা জমে সুতির কাপড় ভিজিয়ে, সেটিং নিংড়ে ব্যাগের বাইরের অংশ পরিষ্কার করে ফেলুন। তার পর রোদে বা হাওয়ায় শুকিয়ে নিন।
৫। ব্যাগে কখনও কখনও বিশ্রী গন্ধ হয়। কখনও কখনও খাবার বা জল পড়ে গেলেও খারাপ গন্ধ হয়। ব্যাগ খালি করে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে রাখুন। পরদিন ভাল করে ঝেড়ে পরিষ্কার করে নিন। গন্ধ চলে যাবে।
৬। ব্যাগ পরিষ্কার করার পর সেটি বড় কোনও প্লাস্টিকে মুড়ে নির্দিষ্ট জায়গায় তুলে রাখুন। এতে ব্যাগ দীর্ঘ দিন ভাল থাকবে। রংও বজায় থাকবে।