Advertisement
E-Paper

প্যাকেজে জুড়বে অরণ্য-মণ্ডপ

ডুয়ার্সের গভীর অভয়ারণ্য-জাতীয় উদ্যানে ঘোরা, উত্তরের সবর্জনীন এবং নানা রাজবাড়ির পুজো দেখা। সঙ্গে দুপুরে রকমারি খাওয়ার আয়োজন। পর্যটক টানতে পর্যটন নিগমের পুজো প্যাকেজের অন্যতম হাতিয়ার এ বার এটাই। যার শিরোনাম, ‘অরণ্যের দুয়ারে হোক দুর্গার আরাধনা’।

কৌশিক চৌধুরী

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০১:৫৩
এই প্যাকেজই শুরু করছে পর্যটন দফতর। —নিজস্ব চিত্র।

এই প্যাকেজই শুরু করছে পর্যটন দফতর। —নিজস্ব চিত্র।

ডুয়ার্সের গভীর অভয়ারণ্য-জাতীয় উদ্যানে ঘোরা, উত্তরের সবর্জনীন এবং নানা রাজবাড়ির পুজো দেখা। সঙ্গে দুপুরে রকমারি খাওয়ার আয়োজন। পর্যটক টানতে পর্যটন নিগমের পুজো প্যাকেজের অন্যতম হাতিয়ার এ বার এটাই। যার শিরোনাম, ‘অরণ্যের দুয়ারে হোক দুর্গার আরাধনা’।

আগামী ২০ অক্টোবর এবং ২২ অক্টোবর, সপ্তমী ও নবমীর দিন ওই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। পযর্টন উন্নয়ন নিগমের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দফতর থেকে ওই দুদিন ছোট আধুনিক বাসে করে সকাল থেকে সন্ধ্যা অবধি বাসিন্দাদের পুজোয় ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে যোগ করা হয়েছে, ডুয়ার্সের জঙ্গল, খাবার ছাড়াও জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়িও পুজো দেখার বিশেষ আকষর্ণও। অনলাইনে বুকিং ছাড়াও নিগমের দফতর থেকেও বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে শিলিগুড়ির একদিন গোটা প্যাকেজটি বুকিংও হয়ে গিয়েছে বলে পর্যটন দফতর সূত্রে খবর।

নিগম সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা ছাড়াও পুজোয় এই চত্বরে ঘুরতে আসা পযর্টকদের কথা মাথায় রেখে প্যাকেজটি আকর্ষণীয় করা হয়েছে। তাই যোগ করা হয়েছে, জলদাপাড়া, গরুমারার জঙ্গল বা কোচবিহার রাজবাড়ি। থাকবে এই অঞ্চলের একাধিক সেরা পুজো দেখানোর ব্যবস্থাও। কলকাতায় বেশ কয়েক বছর ধরে পুজোর এমন ঘোরার ব্যবস্থা থাকলেও উত্তরবঙ্গে ছিল না। স্থানীয় বাসিন্দা, পযর্টকেরা তো বটেই প্রবীণদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়। বিশেষ করে তাঁদের জন্য রাতের ভিড়ের প্যান্ডেলে ঘোরাঘুরি এড়িয়ে দিনের বেলায় ঠাকুর দেখার ব্যবস্থা সব সময় সাড়া মেলে। আর মাথা পিছু খরচ নাগালের মধ্যেই থাকায় এ বারও উত্তরবঙ্গে নতুন পুজোর প্রকল্পটি সাড়া ফেলবে বলে আশাবাদী নিগমের অফিসারেরা।

রাজ্য পযর্টন নিগমের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সি মুরুগণ বলেন, ‘‘উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এটা আমাদের একটা পুজো উপহার বলা যেতে পারে। সামান্য কিছু খরচে পুজো, রাজবাড়ি, জঙ্গল, খাবার একযোগে উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে খুব ভাল সাড়া মিলছে। আগামী বছর আরও বড় করে প্রকল্পটি তৈরি করা হবে।’’

আপাতত এই বছর তিনটি প্যাকেজ দিয়েই পুজোর প্যাকেজটি শুরু করা হয়েছে। শিলিগুড়ির সরকারি অতিথি নিবাস মৈনাক এবং জলপাইগুড়ির তিস্তা পর্যটক আবাস থেকে সকাল আটটায় প্যাকেজগুলি শুরু করা হয়েছে। এ জন্য ২৬ আসনের ছোট বিলাসবহুল বাসের ব্যবস্থাও করা হয়েছে।

শিলিগুড়িতে সপ্তমী এবং নবমী দু’দিন ওই ব্যবস্থা থাকছে। দু’দিনই সকালে মৈনাকে পৌঁছে স্যান্ডুইচ, কাটলেট, ফিঙ্গার চিপস বা মিষ্টি দিয়ে প্রাতরাশের পর শহরের পরপর অন্তত পাঁচটি সেরা পুজো ঘোরানো হবে পর্যটকদের। তার পরে বাস সোজা পৌঁছে যাবে ডুয়ার্সের মালবাজারে। সেখানকার ট্যুরিস্ট লজে ভেজ বা নন-ভেজ (চাহিদা মতো) পদ দিয়ে মধ্যাহ্নভোজ সেরে শহরের কয়েকটি পুজো বাসিন্দাদের দেখাবেন নিগমের অফিসারেরা। সেখান থেকে বিকেল নাগাদ সোজা গরুমারা অভয়ারণ্যের মেদলা ওয়াচ টাওয়ারে। ভাগ্য ভাল থাকলে দেখা মিলবে, একাধিক বন্যপ্রাণীর। শেষে চা’য়ে চুমুক দিয়ে বাস আবার চলে আসবে শিলিগুড়ি। এর জন্য মাথা পিছু খরচ ধরা হয়েছে, ১২০০ টাকা।

জলপাইগুড়ি থেকে আবার দু’দিন দু’রকম প্যাকেজের ব্যবস্থা রয়েছে। সপ্তমীতে পর্যটক আবাস থেকে প্রাতরাশের পর বাস সোজা পৌঁছবে রাজবাড়িতে। সেখান থেকে রামকৃষ্ণ মিশন হয়ে শহরের দু’টি বড় পুজোর মণ্ডপে। তার পরে সোজা মালবাজারে। একইভাবে মধ্যাহ্নভোজ ও স্থানীয় পুজো দেখে গরুমারার মেদলা ওয়াচ টাওয়ারে যাবেন পর্যটকেরা। আর সন্ধ্যা সাতটার মধ্যে ফেরত আসবে শহরে।

তবে নবমীর দিন, জলপাইগুড়ির প্যাকেজটিতে একটু অদলবদল করা হয়েছে। গরুমারার জঙ্গলের পরিবর্তে এখানে থাকছে জলদাপাড়ায় যাওয়া, মধ্যাহ্নভোজ সারা এবং লাগোয়া চিলাপাতা জঙ্গল ঘুরে কোচবিহারের রাজবাড়ির পুজো দেখার ব্যবস্থা। দু’দিনই সকাল আটটা থেকে সন্ধে সাতটার মধ্যে এলাকাগুলিতে ঘুরবে নিগমের বিশেষ বাসগুলি। জলপাইগুড়ির ক্ষেত্রে মাথা পিছু খরচ রাখা হয়েছে ৯৭৫ টাকা।

ইতিমধ্যে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারের্টস অ্যাসোসিয়েশনের (এতোয়া) তরফে নিগমের কর্তাদের সব রকমের সহয়োগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, পুজোর বহু পর্যটক এই অঞ্চলে আসেন। একদিন শিলিগুড়ি বা জলপাইগুড়িতে থেকে তাঁরা যেমন পুজো দেখতে পারবেন, তেমনই রাজবাড়িগুলি বা জঙ্গলেও একসঙ্গে যেতে পারবেন। অনেকেই ইতিমধ্যে বুকিং-এর জন্য যোগাযোগ করছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy