মাটিতে পড়ে রয়েছে ছোট্ট মৌমাছি। সেটিকে দেখে নিজেকে সামলাতে পারল না বিড়ালছানা। লাফিয়ে লাফিয়ে খেলতে গেল তার সঙ্গে। কিন্তু পরিণতি হল করুণ। অনাগত অতিথিকে পছন্দ হল না মৌমাছিটির। তীক্ষ্ণ হুলটি ফুটিয়ে দিল বিড়ালের নরম নাকে। ছোট্ট নাকটি ফুলে ঢোল হয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটির উপর একটি মৌমাছি পড়ে রয়েছে। মৌমাছিটিকে দেখে খেলার সঙ্গী ভেবে তার দিকে লাফিয়ে গেল পুচকে একটি বিড়াল। খেলার জন্য বিড়ালছানাটি লাফিয়ে পড়ল মৌমাছিটির উপর। আর তখনই ঘটল বিপদ। বিড়ালটিকে খেলার সঙ্গী হিসাবে পছন্দ হল না মৌমাছিটির। নিজের থেকে কয়েক গুণ আকারের বড় প্রাণীকে তেড়ে আসতে দেখে হয়ত মৌমাছিটি ভয়ও পেল। নিজেকে রক্ষা করতে তাই আক্রমণের রাস্তা নিল মৌমাছিটি। কামড় বসাল বিড়ালের নরম নাকে। হুলের খোঁচা খেয়ে বিড়ালটি সঙ্গে সঙ্গে মৌমাছির উপর থেকে ছিটকে পড়ে গেল। রাস্তার উপর হাত-পা ছড়িয়ে পেট উল্টে ধপাস করে পড়ল সে। তার পর লাফ দিয়ে উঠে সেখান থেকে দৌড়ে পালাল। হুলের খোঁচায় ছোট্ট নাকটি ফুলে ঢোল হয়ে গেল। মুখের থেকে বড় নাক নিয়ে বিড়ালটি বসে কাতর নয়নে চেয়ে রইল। দেখে মনে হল সে বলতে চাইছে, ব্যাথা কমিয়ে দাও, আর কখনও রাস্তায় পড়ে থাকা জিনিসের সঙ্গে খেলতে যাব না। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘জ়ারভারজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মন্তব্যবাক্সে পুচকে বিড়ালের করুণ পরিস্থিতির প্রতি নেটাগরিকেরা সমবেদনা জানিয়েছেন।