আলোর নীচে জলভর্তি গ্লাস রেখে তাতে গুঁড়ো হলুদ ফেলে ভিডিয়ো তৈরির ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন প্রায় সকলেই। লক্ষ লক্ষ ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল। সেই হলুদ জলের ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে আরও এক ধাপ উপরে উঠলেন তরুণ। গ্লাসে নয়, পুকুরের জলে হলুদ ফেলে ভাইরাল হতে গিয়ে বিষম কাণ্ড বাধালেন তিনি। মজার রিল তৈরি করতে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করে বসলেন তরুণ। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রামের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণ কোমরসমান পুকুরের জলে দাঁড়িয়ে আছেন এবং চামচে করে হলুদ নিয়ে ধীরে ধীরে তা পুকুরের জলে ঢেলে দিচ্ছেন। তার পর হঠাৎ করেই জল থেকে সাপের মতো একটি বস্তু বেরিয়ে আসে। সেটি দু’বার তাঁর হাতে ছোবল মারতে উদ্যত হয়। চমকে উঠে তরুণ ভয় পেয়ে যান। সাপের ছোবলের হাত থেকে বাঁচতে পড়িমরি করে পুকুরের পাড়ে উঠে পড়ার চেষ্টা করেন। দ্রুত জল থেকে ওঠার সময় অসাবধানে তাঁর অধোবাস খুলে যায়।
ভিডিয়োটি ভাল করে লক্ষ করলে বোঝা যাবে জল থেকে যে জিনিসটি আচমকা বেরিয়ে এসেছিল তা আসল সাপ নয়। সেটি কাঠের তৈরি নকল সাপ। অর্থাৎ, এই পুরো ভিডিয়োটি কেবল মজা করার জন্য তৈরি। সমাজমাধ্যমে কৌতুকের ভিডিয়ো পোস্ট করার উদ্দেশ্যেই এটি অভিনয় করা হয়েছে। পুরোটাই সাজানো। ‘সানু আনসারি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই মজার ভিডিয়োটি দেখে প্রচুর নেটাগরিক কৌতুক অনুভব করেছেন। প্রায় ৩০ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৫০ হাজারের কাছাকাছি লাইক জমা পড়েছে তাতে। মজার মজার মন্তব্য ও ইমোজিতে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।