Advertisement
০৪ নভেম্বর ২০২৪
snake hides in a car

গাড়ির দরজায় ঘাপটি মেরে শুয়ে ‘সুদর্শন’ সাপ, দেখেই চমকাল সমাজমাধ্যম

সাপটির গায়ের রং এত উজ্জ্বল ও তাতে এতটাই বাহারি নকশা যে তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের।

A snake was found hiding in a car’s door goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৩:৩০
Share: Save:

গাড়িতে ওঠার জন্য সবেমাত্র দরজা খুলতে যাবেন, তখনই চমকে উঠলেন গাড়ির মালিক। গাড়ির দরজায় ঘাপটি মেরে শুয়ে আছে কয়েক হাত লম্বা একটি সাপ। সেই দৃশ্য দেখে হকচকিয়ে যান ওই ব্যক্তি। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় ‘পিউবিটি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যা দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি পোস্ট করার একদিনের মধ্যেই ৫৬ হাজার বার দেখা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

কালো এবং কমলা রঙের সাপটি এমন ভাবে দরজার ফাঁকে আটকে ছিল যে, বাইরে থেকে যা একদমই বোঝা যায়নি। দরজা খুলতেই তা নজরে পড়ে ওই ব্যক্তির। সাপটির গায়ের রং এত উজ্জ্বল ও তাতে এতটাই বাহারি নকশা যে তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ঘনবসতি এলাকায় দাঁড় করানো গাড়ির ভিতরে এই ভাবে সাপটিকে লুকিয়ে থাকতে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছেন। তবে বেশ কয়েক জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মজার মন্তব্যও করেছেন। এক জন ব্যবহারকারী পোস্টদাতাকে জিজ্ঞাসা করেছেন ‘‘গাড়িটি কোথায় পার্ক করা ছিল? জুমানজিতে।’’ এক জন আবার গাড়ির মালিককে পরামর্শ দিয়েছেন গাড়ির দরজাটি সজোরে বন্ধ করার। কারণ এতে ভয় পেয়ে সাপটি পালিয়ে যেতে পারে বলে মনে হয়েছে তাঁর।

অন্য বিষয়গুলি:

Snake Viral News Car
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE