নীল চোখ গোলগাল ফোলা মুখের মিষ্টি একরত্তি শিশু। তাকে শুইয়ে রাখা হয়েছে স্ট্রলারে। সেই স্ট্রলারের মধ্যে আচমকাই ঢুকে পড়ল একটি সরীসৃপ। শিশুটির মাথার চারদিকে ঘুরে বেড়াতে শুরু করল প্রাণীটি। আচমকা স্ট্রলারে ঢুকে পড়েছিল একটি টিকিটিকি। তার পর পালানোর কোনও পথ খুঁজে পাচ্ছিল না। ফলে কখনও সেটি শিশুটির মাথার কাছে লুকিয়ে পড়ছে, আবার কখনও স্ট্রলারের ধারে কাপড়ের ভাঁজে গা ঢাকা দিচ্ছে। সেই ঘটনারই শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন অনেকেই। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎ করেই একটি বড় টিকিটিকি লাফ দিয়ে ঢুকে আসে শিশুটির স্ট্রলারে। সেই ঘটনার আকস্মিকতায় শিশুটির বাবা-মা আপাতদৃষ্টিতে কিছুটা হতভম্ব হয়ে পড়েছিলেন। শিশুর বাবা টিকটিকিটিকে ধরতে চেষ্টা করতে থাকেন। যত বারই তিনি প্রাণীটিকে ধরার চেষ্টা করেন তত বারই সেটি লুকিয়ে পড়ে। দম্পতি তা দেখে হাসতে শুরু করেন। শিশুটি অবশ্য এ সবের কিছুই টের পায়নি। বড় বড় চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে সে। টিকটিকিটি এক সময় শিশুটির মাথায়ও উঠে পড়ে। শেষ পর্যন্ত কী হল তা দেখানো হয়নি ভিডিয়োয়।
ভিডিয়োটি একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ‘মিসিধ২কে’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেটি দেখে নেটাগরিকেরা শিশুটির বাবা-মায়ের গা-ছাড়া মনোভাবের জন্য সমালোচনা করেছেন। শিশুটিকে স্ট্রলার থেকে তুলে না নিয়ে ভিডিয়ো করতে ব্যস্ত থাকার জন্য বাবা-মাকে ভর্ৎসনা করেছেন অনেকেই। এক জন লিখেছেন, ‘‘এটা কি বাবা-মায়ের জন্য খেলার মতো কোনও বিষয়? কেন তাঁরা এত ক্ষণ ধরে সন্তানকে টিকিটিকির সঙ্গে রেখে দিয়েছেন।’’