রাখে হরি, মারে কে! সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো দেখে নেটাগরিকদের মনে সেই প্রশ্ন আসতে বাধ্য। একাধিক ভয়ঙ্কর কুমিরের মুখে পড়েও একটি মাছের কী ভাবে প্রাণ বাঁচল, সেই দৃশ্যই দেখা গিয়েছে ভিডিয়োটিতে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিতে অনেক মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমির রক্ষণাবেক্ষণ কেন্দ্রের মধ্যে শুয়ে রোদ পোহাচ্ছে তিনটি বিশাল কুমির। এমন সময় লাফাতে লাফাতে তাদের ঠিক মুখের কাছে চলে এল কিলো দুয়েকের একটি সোনালি মাছ। দুই বন্ধু দেখার আগেই মাছটি উদরস্থ করার চেষ্টায় তাড়াতাড়ি এগিয়ে গেল তৃতীয় কুমির। কিন্তু বাধ সাধল বাকি দুই কুমির। প্রথম কুমিরটিকে ঠেলে নিয়ে গিয়ে জলে যায় তারা। মরিয়া চেষ্টা করেও মাছের নাগাল সে পায়নি। অলৌকিক ভাবে বেঁচে যায় মাছটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১০ ফেব্রুয়ারি ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মজা করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাখে হরি মারে কে। না হলে মুখের সামনে আসা শিকার এ রকম ভাবে ফস্কে যায়?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার মনে হয় না মাছটির প্রাণ বেঁচেছে। কুমিরটি ঠিক কিছু ক্ষণ পরে ফিরে এসেছিল।’’