আবার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে ভেসেছে দিল্লির বিভিন্ন এলাকা। শুক্রবার ভোর থেকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডার বেশ কিছু অংশেও। ঝড়বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে দিল্লিতে। প্রবল ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে এক মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে দ্বারকায়।
ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা দিল্লির। জল জমে অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ। রাস্তায় রাস্তায় প্রবল যানজটের মুখে পড়ে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে শতাধিক গাড়ি। জলে ডুবেছে লাজপত নগর, মিন্টো রোড, দ্বারকা আন্ডারপাস, খানপুর-সহ বহু এলাকা। দিল্লির জলযন্ত্রণার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের সেই ভিডিয়োগুলি ভাইরালও হয়েছে।
আরও পড়ুন:
মৌসম ভবন জানিয়েছিল, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দিল্লি-এনসিআরের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। মৌসম ভবন এ-ও জানিয়েছিল যে, বৃষ্টির সময় গাছের ডাল ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ এবং পরিবহণ ব্যবস্থা ক্ষতির মুখে পড়তে পারে। ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিল তারা।
অন্য দিকে তীব্র আবহাওয়ার মধ্যে সতর্কতা জারি করেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বজ্রপাত এবং বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরে কিছু বিমান উড়ান স্থগিত রয়েছে। প্রবল বাতাস, ধুলোঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ১২০টি বিমান দেরিতে উড়বে।