দাঁতে করে লাইটার ভাঙতে গিয়ে বিপত্তি। কয়েক মুহূর্তের জন্য সারা মুখেই আগুন লেগে গেল তরুণের! ‘ঘোস্ট রাইডার’ তকমা দিল সমাজমাধ্যম। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিষয়টি নিয়ে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বন্ধ কামরায় ক্যামেরা চালু করে বিভিন্ন রকমের কেরামতি দেখাচ্ছেন এক তরুণ। তরুণের দু’হাতে দুটো প্লাস্টিকের লাইটার ছিল। এমন সময় হঠাৎই ডান হাতের লাইটারটি দাঁতে করে চেপে ধরেন তরুণ। বাঁ হাতের লাইটারটি জ্বালিয়ে দেন। দাঁতে করে চেপে একটি লাইটার ভাঙতেই দ্বিতীয়টি থেকে আগুন এসে প্রথম লাইটারের গ্যাসে লাগে। সঙ্গে সঙ্গে মুখে আগুন ধরে যায় ওই তরুণের। ভয়ে লাফালাফি শুরু করেন তিনি। তবে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিভেও যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো গত সপ্তাহে ‘ডিরওয়ান’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ওই তরুণের তুলনা করেছেন মার্ভেলের জনপ্রিয় চরিত্র ঘোস্ট রাইডারের সঙ্গে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ কেরামতি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তবে হলফ করে বলতে পারি যে, ওঁকে দেখতে ঘোস্ট রাইডারের মত লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভাই আমার কয়েক মুহূর্তের জন্য ঘোস্ট রাইডারে পরিণত হয়েছিল।’’ তবে বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিকের কথায়, ‘‘তরুণ খুবই ভাগ্যবান। বড় বিপদ হয়ে যেতে পারত। সব পাকামি বেরিয়ে যেত।’’