বিছানায় শুয়ে বাবার দিকে তাকিয়ে হাত-পা ছুড়ছে খুদে। বাবা যে তাকে আদরে ভরিয়ে দিচ্ছে। আদর পেয়ে খুব খুশি খুদে। গালভরা হাসি তার মুখে। সন্তানকে আদর করে গানও গাইছেন তরুণ। কোরিয়ার বাসিন্দা তিনি। কিন্তু সন্তানের জন্য হিন্দি গান গাইছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মাইলভফ্রমকোরিয়া১৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিছানায় একটি বাচ্চা শুয়ে রয়েছে এবং তাকে আদর করে গান শোনাচ্ছেন এক তরুণ। তিনি কোরিয়ার বাসিন্দা। কিন্তু ভারতীয় তরুণীকে বিয়ে করার কারণে হিন্দি ভাষাও অল্প রপ্ত করে ফেলেছেন তিনি।
তাই হিন্দি ভাষায় গান করে সন্তানকে শোনাচ্ছেন তিনি। ‘চন্দা হ্যায় তু, মেরা সুরজ হ্যায় তু…’। বাংলায় যার অর্থ, ‘তুই চাঁদ, আমার সূর্য তুই’। সন্তানকে এই গানটি শুনিয়ে আদর করছেন তরুণ। খুদের পেটে হাত বোলাচ্ছেন তিনি। গানের শেষের বাণী বদলে ফেলেন তরুণ। সন্তানকে যে সব আদরের নামে ডাকেন, গানের বাণীর ভিতর সেই নামগুলি ঢুকিয়ে ফেলেন তিনি। বাবার গলায় হিন্দি গান শুনে খিলখিলিয়ে হেসে ওঠে ওই শিশু।