জানলার রডে আটকে গিয়েছে মাথা। শরীরটা শূন্যে দুলছে। বহুতলের জানলা থেকে ঝুলন্ত এক শিশুকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন এক ব্যক্তি। প্রায় নিজের জীবন বিপন্ন করেই!
রডের ফাঁকে গলা আটকে যে কোনও মুহূর্তে শ্বাসরোধ হতে পারত শিশুটির। ছোট্ট ঘাড় শরীরের বাকি অংশের ওজন ধরে রাখতে পারত না খুব বেশি ক্ষণ। একটা সময়ে ঝুলন্ত শিশুটিকে কিছুটা স্থির হয়ে যেতেও দেখা যায়। তবে ততক্ষণে শিশুটির পায়ের নীচে শক্ত কাঠের মঞ্চ তৈরি করে ফেলেন মানুষটি। বিপদ ঘটার মুহূর্তে আটকে দেন তিনি।
উদ্ধারের সেই ভিডিয়োটি ভাইরাল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে শিশুর পায়ের নীচের ছোট দুটো টুল একটার উপর আরও একটা বসিয়ে দিয়েছেন উদ্ধারকারী। তবে বহুতলের উপরের জানলা থেকে ঝুলন্ত শিশুটিকে বাঁচাতে গিয়ে নিজের শরীরের অর্ধেকের বেশি অংশ জানলা থেকে বাইরে বার করে দিয়েছেন। তাঁকে ধরে রেখে সাহায্য করছেন আরও একজন।
ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে নেটাগরিকেরা ‘বীর’, ‘নায়ক’, ‘ঈশ্বরের দূত’ ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করেছেন ওই উদ্ধারকারীকে।
Amazing men
— Tansu YEĞEN (@TansuYegen) April 26, 2023
pic.twitter.com/WOQNoFP8ZB