Advertisement
E-Paper

দুর্ঘটনায় হারিয়েছেন স্ত্রী ও দু’জোড়া যমজ সন্তানকে! তিন দশক ধরে ট্র্যাফিক সামলান ৭৪ বছরের বৃদ্ধ

চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের কুনমিংয়ে স্থানীয়রা তাঁকে প্রতিদিনই স্বেচ্ছায় ট্র্যাফিক পরিচালনা করতে দেখতে অভ্যস্ত। সেখানকার ট্র্যাফিক পুলিশও তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১২:০৬
Old man lost his wife 4 twins, sister in road accidents now directing the traffic in china

ছবি: সংগৃহীত।

পথ দুর্ঘটনার ফলে একের পর এক স্বজনকে হারিয়েছেন ৭৪ বছরের বৃদ্ধ। সেই বিপর্যয় যাতে অন্য কারও জীবনে নেমে আসুক, তা চান না তিনি। পথচারীদের সতর্ক করতে ও যান চলাচল নিয়ন্ত্রণ করতে পথে নামেন চিনের বাসিন্দা ঝাং আইকিং। গাড়ি দুর্ঘটনা তাঁর স্ত্রী, বোন এবং চার সন্তানের প্রাণ কেড়ে নেওয়ার পর বিগত ৩৬ বছর ধরে নিয়মাফিক প্রতি দিন স্বেচ্ছায় এই কাজ করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি চিনের সমাজমাধ্যমে ঝাং-এর কাহিনি দেখে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রানিত হয়েছেন। চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের কুনমিংয়ে স্থানীয়েরা তাঁকে প্রতি দিনই স্বেচ্ছায় ট্র্যাফিক পরিচালনা করতে দেখতে অভ্যস্ত। সেখানকার ট্র্যাফিক পুলিশও তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

শহরের ইয়ান’আন হাসপাতালের বাইরে আসা গাড়ি ও পথচারীদের সতর্ক করেন ঝাং। রীতিমতো পোশাক পরে মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা এই কাজটি করে চলেন। ১৯৯০ সালে একটি গাড়ি দুর্ঘটনা ঝাং এর বোনের জীবন কেড়ে নেয়। এর ঠিক ছয় বছর পর তাঁর জীবনে নেমে আসে সবচেয়ে বড় বিপর্যয়। আর একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর স্ত্রী এবং তাঁদের দুই জোড়া যমজ সন্তানকে হারান ঝাং। তার পর থেকেই স্বেচ্ছাসেবক ট্র্যাফিক পুলিশ অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি দিন সকাল ৬টায় সময় তিনি হাসপাতালে যাওয়ার জন্য একটি বাস ধরেন। ভিড়ের সময়ে সেখানে পুলিশকে যান নিয়ন্ত্রণ করতে সহায়তা করেন। যে হাসপাতালের সামনে তিনি দাঁড়িয়ে প্রতি দিন এই কাজ করেন সেই হাসপাতাল তাঁকে বিনামূল্যে একটি অস্ত্রোপচার করে দিয়েছিল। ঝাং সম্পর্কিত পোস্ট সমাজমাধ্যমে ৪০ লক্ষ বার দেখা হয়েছে।

Traffic road Accident China Oldman twins police social site Social Media
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy