Advertisement
E-Paper

চলন্ত গাড়ি থেকে ঝুলছে ‘মৃতের’ হাত! আতঙ্ক ছড়াতেই আটক করল পুলিশ, প্রকাশ্যে এল এক অন্য সত্য

সোমবার সন্ধ্যায় নভি মুম্বইয়ের ভাশি এলাকায় একটি গাড়ির পিছন থেকে একটি হাত ঝুলতে দেখেন পথচলতি মানুষ এবং অন্য গাড়ির যাত্রীরা। ওই গাড়িটির পিছনে থাকা অন্য এক গাড়ির চালক উদ্বেগ প্রকাশ করে সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১০:৫৫
Police detained four men after Video of hand hanging from car causes fear in Navi Mumbai

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নভি মুম্বইয়ের রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি এসইউভি গাড়ি। আর গাড়ির পিছনে জিনিসপত্র রাখার জায়গা থেকে ঝুলছে একটি হাত! সেই হাত দেখে মনে হওয়া স্বাভাবিক যে, হাতটি কোনও মৃতদেহের। গুম করার উদ্দেশে লাশ নিয়ে যাওয়া হচ্ছে হয়তো। এমনই এক চাঞ্চল্যকর দৃশ্যে আতঙ্ক ছড়াল নভি মুম্বইয়ের ভাশি এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। উল্লেখ্য, ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। চার অভিযুক্তকে আটকও করা হয়। কিন্তু তার পরেই প্রকাশ্যে আসে এক অন্য সত্য।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় নভি মুম্বইয়ের ভাশি এলাকায় একটি গাড়ির পিছন থেকে একটি হাত ঝুলতে দেখেন পথচলতি মানুষ এবং অন্য গাড়ির যাত্রীরা। ওই গাড়িটির পিছনে থাকা অন্য এক গাড়ির চালক উদ্বেগ প্রকাশ করে সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। সমাজমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে ওই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে যায়। আতঙ্কও ছড়ায়। ভাইরাল সেই ভিডিয়ো পুলিশের নজরে আসে। তদন্ত শুরু করেন কর্তৃপক্ষ।

নম্বর প্লেট দেখে দু’ঘণ্টার মধ্যেই গাড়িটিকে ঘাটকোপারের কাছ থেকে ধরে ফেলে নভি মুম্বই পুলিশ এবং অপরাধ দমন শাখার দল। আটক করা হয় চালক এবং তাঁর সঙ্গীদের। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে, পুরো বিষয়টিই একটি মজার (প্র্যাঙ্ক) অংশ ছিল। পুলিশ জানিয়েছে, আটক হওয়া যুবকদের মধ্যে এক জনের ল্যাপটপের ব্যবসা রয়েছে। নভি মুম্বইয়ের কোপারখাইর্ন এলাকায় দোকান তাঁর। ল্যাপটপের বিক্রি বাড়াতেই ওই ‘অভিনব’ পন্থা অবলম্বন করেছিলেন তিনি এবং তাঁর বন্ধুরা। নকল হাত গাড়ি থেকে ঝুলিয়ে দিয়েছিলেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, ওই যুবকেরা স্বীকার করেছেন যে, ব্যবসার প্রচারের জন্য এই পরিকল্পনা করেছিলেন তাঁরা। নকল হাত গাড়ি থেকে ঝুলিয়ে প্রচারমূলক ভিডিয়ো এবং রিলও বানিয়েছিলেন। আর তা করতে গিয়েই বিপত্তি বাধে। যদিও পুলিশ ব্যাখ্যা করেনি যে, গাড়ি থেকে হাত ঝুলিয়ে করা ওই ‘মজা’ কী ভাবে ল্যাপটপের ব্যবসা বাড়াতে পারে। ইতিমধ্যেই ওই চার যুবকের বিরুদ্ধে মোটরযান আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গাড়ি থেকে হাত ঝোলার যে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা বিভিন্ন সমাজমাধ্যম প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োগুলি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ওই যুবকদের কড়া শাস্তির দাবি তুলে সরব হয়েছেন।

Viral Video Navi Mumbai reel video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy