Advertisement
E-Paper

ডিজে ‘চন্না মেরেয়া’ গান বাজাতেই মনে পড়ে গেল প্রাক্তন প্রেমিকার কথা! ‘ভুল বুঝে’ বিয়ের মণ্ডপ ছাড়লেন বর

সম্প্রতি একটি বিয়ের আসর বসেছিল দিল্লিতে। বিয়েবাড়ি ঢেলে সাজিয়েছিলেন পাত্রীর পরিবার। যথা সময়ে বরযাত্রীকে নিয়ে সেখানে পৌঁছন বর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৫:৪০
Song played by DJ remind groom of his Ex-Girlfriend, he leaves wedding venue in Delhi

—প্রতীকী ছবি।

বিয়েতে রণবীর কপূর এবং অনুষ্কা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’ গানটি বাজিয়েছিলেন ডিজে। সেই গান শুনেই বরের মনে পড়ে গেল প্রাক্তন প্রেমিকার কথা। সঙ্গে সঙ্গে বিয়ের মণ্ডপ ছাড়লেন ওই বর। তেমনই একটি ঘটনার খবর সমাজমাধ্যমে হইচই ফেলছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে দিল্লিতে। যদিও ঘটনাটি কবে ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।

সমাজমাধ্যমের একটি পোস্ট অনুযায়ী, সম্প্রতি একটি বিয়ের আসর বসেছিল দিল্লিতে। অনেক খরচ করে বিয়েবাড়ি সাজিয়েছিল পাত্রীর পরিবার। যথা সময়ে বরযাত্রীদের নিয়ে সেখানে পৌঁছন বর। কিন্তু সমস্যা তৈরি হয় তার কিছু ক্ষণ পরে।

জানা গিয়েছে, বিয়ের মঞ্চে বর যখন দাঁড়িয়ে, তখনই ‘চান্না মেরেয়া’ গানটি বাজান ডিজে। সেই গান শুনে আবেগঘন হয়ে পড়েন পাত্র। সকলকে জানান, ওই গান শুনে তাঁর প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়ছে। শেষ পর্যন্ত বিয়ে বাতিলই করে দেন তিনি। কনে ছাড়াই বাড়ি ফিরে আসে বর।

‘সারকাসমিক গাই’ নামের একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই পোস্টটি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই পাত্রীপক্ষের মনের অবস্থার কথা ভেবে পাত্রের নিন্দায় সরব হয়েছেন।

Delhi Marriage DJ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy