এক্সপ্রেস ট্রেনের ভিতরে নকল পাগড়ি পরে একের পর এক যাত্রীর ফোন চুরির চেষ্টা। ধরাও পড়লেন এক যুবক। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেমকুন্ত এক্সপ্রেসের একটি কামরায় ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যামেরা চালু করে পুরো ঘটনার বিবরণ দিচ্ছেন এক তরুণ যাত্রী। ওই তরুণ বলেন, ‘‘আমরা বর্তমানে হেমকুন্ত এক্সপ্রেসে চলেছি, যা হৃষিকেশ থেকে কাটরা যাচ্ছে। কমপক্ষে তিনটি মোবাইল ফোন চুরি গিয়েছে আমাদের কামরায়। চোরকে সহযাত্রীদের এক জন হাতেনাতে ধরে ফেলেছেন।’’ এর পর তিনি ফোনটি এক যুবকের দিকে ঘোরান। দেখা যায়, লাল পাগড়ি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁকে ঘিরে যাত্রীদের ভিড়। বই বিক্রির নামে তিনি নাকি মোবাইল চুরি করছিলেন। এর পর ক্যামেরা হাতে থাকা তরুণকে বলতে শোনা যায়, ‘‘এই চোর শিখ ভাইদের অপমান করেছে। এক বোনের ফোন চুরি হয়ে গিয়েছে। অন্য এক সহযাত্রী ভাইয়েরও ফোন চুরি হয়ে গিয়েছে।’’ ভিডিয়ো করার সময় ওই যুবককে পাল্টা মানহানির মামলা করার হুমকি দিতে দেখা যায়। কিছু ক্ষণ পর পুলিশ আসে ওই কামরায়। পুলিশের কাছে পাগড়ি পরা যুবককে কাঁদতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে জুড়়ে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আবার ট্রেনের ভিতরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, “চুরি করতে গেলে ঠিক ধরা পড়বে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমারও ফোন এক বার এ ভাবেই চুরি হয়ে গিয়েছিল।’’