দুই হাতির টান টান লড়াই চলছিল। লড়াইয়ের দমকে ধুলো উড়ে, গাছ মচকে-ভেঙে একশা কাণ্ড! তবু লড়াই থামে না। কারণ দু’পক্ষের কেউই কাউকে জমি ছাড়তে নারাজ। কেউ থামতেও চায় না। দুই মারকুটে হাতির লড়াইয়ের সেই দৃশ্য ভিডিয়ো ক্যামেরায় ধরা পড়েছিল। ভিডিয়োটি ভাইরাল হয়েছে।
একটি কাঁচা মাটির রাস্তা লাগােয়া ঘাস জমি পেরিয়ে জঙ্গল। জঙ্গলের দুই ‘দৈত্য’ সেই বিস্তৃত ঘাসজমিকেই বানিয়ে নিয়েছেন নিজেদের মল্লভূমি। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে টুইটারে। দ্য ফিজেন নামে এক টুইটার ব্যবহারকারী ওই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘এই দুই বিশালদেহীর সমস্যাটা কি?’’
সে প্রশ্নের জবাব অবশ্য ভিডিয়ো দেখে পাওয়া সম্ভব নয়। তবে ভিডিয়ো দেখে একটি বিষয় নিশ্চিত— সমস্যা বেশ গুরুতর। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে প্রায় দু’লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজা পেয়ে নানারকম মন্তব্যও করেছেন নেটাগরিকেরা। তবে একজন লিখেছেন, ‘‘দু’টো হাতির যুদ্ধে বিপন্ন হচ্ছে গাছ আর কয়েকটা ঘাস। একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।’’
What is the problem between these two giants?pic.twitter.com/XYEzEI5B8c
— The Figen (@TheFigen_) April 3, 2023