Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Cashew Stealing

দাম প্রায় আধ কোটি! দিল্লিতে ২৯৫টি কার্টনে ভরে কয়েক হাজার কেজি পুষ্টিকর খাবার চুরি!

পুলিশ সূত্রে খবর, সাবির এবং ফয়জ়ান দু’জনেই বিহারের বাসিন্দা। ২৯৫টি কার্টনে দিল্লিতে কাজু পাচার করেন তাঁরা। প্রতিটি কার্টনের ওজন ২০ কিলোগ্রাম।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৬:৩৮
Share: Save:

দামি ধনরত্ন নয়, চুরি গিয়েছে কাজু। সেই অপরাধেই দু’জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছে তাঁরা। অভিযুক্তদের নাম মহম্মদ সাবির এবং মহম্মদ ফয়জ়ান। দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে ২৯৫ কার্টন কাজু উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সাবির এবং ফয়জ়ান দু’জনেই বিহারের বাসিন্দা। ২৯৫টি কার্টনে দিল্লিতে কাজু পাচার করেন তাঁরা। প্রতিটি কার্টনের ওজন ২০ কিলোগ্রাম। তল্লাশি চালিয়ে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে ৫৯০০ কিলোগ্রাম ওজনের কাজু উদ্ধার করে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এই কাজুর মূল্য ৪৮ লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে দুই অভিযুক্তই পুলিশি হেফাজতে রয়েছেন। বিপুল পরিমাণে অর্থ উপার্জনের জন্য এটিই সহজ পন্থা। জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন দুই অভিযুক্ত।

অন্য বিষয়গুলি:

Delhi arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE