মাঠে চড়তে বেরিয়ে হারিয়ে ফেলল সময়ের জ্ঞান। দিশাহীন ভাবে এ দিক-সে দিক ঘুরে বেড়াতে লাগল হাতির ছানা। পরে দূর থেকে মায়ের ডাক শুনে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এল খুদে। মাকে চিন্তায় ফেলে দেওয়ার কারণে শুঁড় তুলে ক্ষমাও চাইল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেক_চাইলার্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাচ্চা হাতি শুঁড় দুলিয়ে দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে যাচ্ছে। তার পর মায়ের পাশে দাঁড়িয়ে শুঁড় তুলে অনেক ক্ষণ ধরে ডাকাডাকি করল সে। নাম থিপ নামে এক বাচ্চা হাতির কাণ্ড এটি।
তার মা মালাই থংয়ের সঙ্গে থাকে নাম। কাছাকাছি একটু হেঁটে আসবে ভেবে মাকে ছেড়ে মাঠে ঘুরতে শুরু করেছিল হস্তীশাবকটি। কিন্তু ঘুরতে বেরিয়ে সময়ের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে সে। হঠাৎ দূর থেকে মায়ের ডাক তার কানে ভেসে আসে। তা শুনে সম্বিৎ ফিরে পায় হাতির ছানা। তাড়াহুড়ো করে মায়ের কাছে দৌড়ে যায় সে। তার পর শুঁড় তুলে ক্ষমাও চায় হস্তীশাবক।