শীত পড়ার আগেই আস্তানায় ঢুকে পড়ে নিজেকে ‘তালাবন্দি’ করেছিল ভালুক। তার পর চলেছে দেদার শীতঘুম। বাইরের দুনিয়ায় তখন কী হচ্ছে খেয়াল নেই তার। হঠাৎ ঘুম ভাঙতেই ঘর থেকে বেরিয়ে এল ভালুকটি। বাইরে তখন বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। তা দেখে যেন বিশ্বাস করতে পারছে ভালুকটি। বার বার এ দিক- সে দিক উঁকি দিয়ে দেখছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাম্বলিংলোয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নাক দিয়ে বরফ সরিয়ে গর্ত থেকেই চারদিকে দেখছে একটি ভালুক। গর্ত থেকে মুখ বার করে উঁকিঝুঁকি দিচ্ছে সে।
তার পর ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে পড়ে ভালুকটি। গর্তের ভিতরে থেকেই দাঁড়িয়ে পড়ে সে। হাবভাব দেখে মনে হচ্ছে যেন মুষড়ে পড়েছে ভালুকটি। ঘুম ভাঙার পর মোটেও খুশি নয় সে। ঘটনাটি কানাডার এক বিলাসবহুল রিসর্টের সামনে ঘটেছে। ভিডিয়োয় অনেকেই ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যা ঘুমোনোর ঘুমিয়ে ফেলেছ। এ বার কাজে লেগে পড়।’’