Advertisement
E-Paper

আড়ালে গিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি! ভিডিয়ো পোস্ট করে বলি অভিনেতার কীর্তি ফাঁস করলেন খোদ নায়িকা

‘থ্রি অফ আস’ ছবির এক দৃশ্যে শেফালিকে শাস্ত্রীয় নৃত্য করতে দেখা যায়। সেই দৃশ্যের শুটিংয়ের ফাঁকে নাচের মহড়া দিচ্ছিলেন নায়িকা। তখনই তাঁর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন বলি অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১১:০২
জয়দীপ অহলাওয়াত (বাঁ দিকে) এবং শেফালি শাহ (ডান দিকে)।

জয়দীপ অহলাওয়াত (বাঁ দিকে) এবং শেফালি শাহ (ডান দিকে)। —ছবি: সংগৃহীত।

শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাচের দৃশ্যে অভিনয় করবেন বলে আগে থেকে মহড়া দিচ্ছিলেন তিনি। হঠাৎ তাঁর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন বলি অভিনেতা। আড়ালে গিয়ে নায়িকাকে দেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করেন তিনি। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন সেটে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী। মঙ্গলবার সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করে অভিনেতার কীর্তি ফাঁস করলেন বলি অভিনেত্রী শেফালি শাহ।

ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাড়ি পরে নাচ করছেন শেফালি। তাঁকে দেখে নাচ তুলছেন অন্য এক তরুণী। সেই সময় শেফালির পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন বলি অভিনেতা জয়দীপ অহলাওয়াত। শেফালি যে ভাবে নাচ করছিলেন, তা অনুকরণ করতে শুরু করেন তিনি। কখনও কোমর বেঁকিয়ে, কখনও আবার ঝুঁকে পড়ছেন জয়দীপ। তাঁর এই কাণ্ড যে ক্যামেরাবন্দি করা হচ্ছে তা জেনেবুঝেই শেফালির সঙ্গে এমন মসকরা করছিলেন তিনি। অভিনেতার এই কাণ্ড টের পাচ্ছিলেন না শেফালি। তিনি তখন মন দিয়ে নাচ করছেন।

২০২২ সালের নভেম্বর মাসে গোয়ার চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছিল শেফালি শাহ, জয়দীপ অহলাওয়াত এবং স্বানন্দ কিরকিরে অভিনীত ‘থ্রি অফ আস’ ছবিটি। এক বছর পর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। ওটিটির পর্দায়ও দেখা যেতে পারে ছবিটি। ‘থ্রি অফ আস’ ছবির এক দৃশ্যে শেফালিকে শাস্ত্রীয় নৃত্য করতে দেখা যায়। সেই দৃশ্যের শুটিংয়ের ফাঁকে নাচের মহড়া দিচ্ছিলেন নায়িকা।

তখনই নায়িকার সঙ্গে মসকরা করতে একই ভাবে নাচ করার চেষ্টা করছিলেন জয়দীপ। মঙ্গলবার আন্তর্জাতিক নৃত্য দিবসে সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন শেফালি। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘কে ভাল নৃত্যশিল্পী তা অনুমান করার কোনও প্রশ্নই উঠছে না। আমি অতি অবশ্যই জয়দীপকে নির্বাচন করব।’’

Viral Video Jaideep Ahlawat Shefali Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy