বিড়ালের সঙ্গে ইঁদুরের যে আদায়-কাঁচকলায় সম্পর্ক সে কথা মনে পড়তেই সবার আগে চোখের সামনে সকলের প্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’র ছবি ভেসে ওঠে। বিড়াল টমকে একেবারে বোকা বানিয়ে ছাড়ত ইঁদুর জেরি। রেগেমেগে জেরির পিছনে ঘরময় ছুটে বেড়াতে দেখা যেত টমকে। সেই দৃশ্যই বাস্তবে ধরা দিল।
একটি ছোট্ট ইঁদুর দৌড়ে দৌড়ে নাজেহাল করে ছাড়ল একটি বিড়ালকে। ঘরময় চরকির মতো পাক খাইয়ে যাচ্ছিল বিড়ালটিকে। অবশেষে এক লাফে সিঁড়ির কোনায় উঠে ইঁদুরটিকে ধরে ফেলল বিড়ালটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ইঁদুরের পিছনে সারা ঘর জুড়ে দৌড়ে বেড়াচ্ছে এক বিড়াল। শিকারির হাত থেকে বাঁচার জন্য ছোট্ট ইঁদুরটি ঘরের এ দিক-সে দিক পালিয়ে বেড়াচ্ছে।
ইঁদুরকে ধরবে বলে জেদ ধরে ফেলেছে বিড়ালটি। হার মানার পাত্র নয় সে। তাই ইঁদুরটি যে দিকে পালাচ্ছে, বিড়ালটিও সে দিকে দৌড় দিচ্ছে। ঘরে শান্ত হয়ে বসে অন্য একটি বিড়াল ইঁদুর-বিড়ালের এই দৌড় দেখছে। ইঁদুরটি ঘর থেকে বাইরে যাওয়ার জন্য সিঁড়ির ধাপে চড়েছিল। সেই সুযোগে ইঁদুরটির উপর থাবা বসিয়ে ফেলল বিড়ালটি। সিঁড়ির কোনায় গিয়ে ইঁদুরটিকে দুই পা দিয়ে চেপে ধরে শিকার করে ফেলল সে।