দিনের বেলা স্কুল-কলেজ-অফিস যাওয়ার জন্য তাড়াহুড়োয় রয়েছেন শহরের বাসিন্দারা। কিন্তু এক চারপেয়ের মন তখন অন্য দিকে। সুযোগ পেয়ে একটি মদের বোতল ‘চুরি’ করেছে সে। মুখে সেই বোতলটি নিয়ে দৌড়ে পালাচ্ছে সে। তার ‘চুরি’ ধরা পড়তেই অন্য দিকে পালিয়ে গেল কুকুরটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফ্লাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুকুর রাস্তার ধারে ফুটপাথ ধরে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে, সে যেন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে। কুকুরটির মুখে একটি কাচের বোতল। সেই বোতলের মুখের কাছে জোরে কামড় বসিয়ে রেখেছে কুকুরটি।
যেমন-তেমন বোতল নয় সেটি। মদের বোতল নিয়ে দৌড়চ্ছে কুকুরটি। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। ক্যামেরার দিকে থামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় সেই কুকুরটি। তার ‘অপরাধ’ ধরা পড়ে গিয়েছে ভেবে সেখান থেকে লেজ গুটিয়ে অন্য দিকে পালিয়ে যায় সে। ভিডিয়োটি দেখে হাসির রোল ওঠে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আজ সমস্ত কাজকর্ম মাথায় উঠল কুকুরের।’’