ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই ভারী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েছেন হবু বর। সকাল সকাল বিয়েবাড়িতে হাজির তিনি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃষ্টি থেকে বাঁচতে যখন মাথার উপর ছাদ খুঁজতে ব্যস্ত, তখন ঘোড়ায় চেপে কথা বলে চলেছেন হবু বর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মোরদ্যানকোল্যাব্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বরের সাজে ঘোড়ার পিঠে বসে রয়েছেন এক তরুণ। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হবু বরের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃষ্টি থেকে বাঁচতে অনুষ্ঠানবাড়ির ভিতর ঢুকে পড়েছেন। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বিয়ে করার জন্য আর তর সইছে না। বৃষ্টি মাথায় চলে এসেছে।’’ আবার এক জন নেটব্যবহারকারী সেই তরুণকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘বিয়ের দিন বৃষ্টি হওয়া খুব ভাল। নবদম্পতির জীবন খুব ভাল কাটবে এই শুভকামনা করি।’’