গাছের ডালে বসে ভোজন সারছিল মা চিতাবাঘ। মৃত প্রাণীর দেহ গাছের ডাল থেকে ঝুলতে দেখে আর লোভ সামলাতে পারল না তার সন্তান। শিকার ছিনিয়ে নিতে তেড়ে গেল মায়ের দিকে। শিকারের মৃতদেহ নিয়ে চলল দু’পক্ষের লড়াই। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লন্ডোলোজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হরিণের মৃতদেহ নিয়ে দুই চিতাবাঘের মধ্যে লড়াই হচ্ছে। মা চিতাবাঘটি হরিণ শিকার করে গাছের ডালে চড়ে বসেছে। গাছের ডালে দাঁড়িয়েই খাওয়াদাওয়া সারছিল সে। দূর থেকে সেই দৃশ্য দেখে ফেলে সে দিকে দৌড়ে গেল চিতাবাঘের ছেলে।
মাকে দেখে গাছের ডালে লাফিয়ে উঠল সে। তার পর শিকার ছিনিয়ে নিতে মায়ের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ল। মায়ের মুখ থেকে হরিণের মৃতদেহ ছিনিয়ে নেওয়ার উপক্রম করল। দু’তরফেই চলল দেদার গর্জন। তার পর সেই হরিণের দেহ কেড়ে নিল মা চিতাবাঘের সন্তান। ছেলের কাছে হেরে গিয়ে গাছের ডাল থেকে নেমে পড়ল মা চিতাবাঘ। অন্য দিকে, মায়ের খাবার ছিনিয়ে নিয়ে আরাম করে খেতে বসল সন্তান।