Advertisement
E-Paper

একটি কিনলে অন্যটি বিনামূল্যে! বিনা পয়সার মদের জন্য দোকানে উপচে পড়ল ভিড়, ভাইরাল ভিডিয়ো

নয়ডার মদের দোকানগুলি যখন ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার দিয়ে মদের মজুত স্টক শেষ করার কথা ঘোষণা করে, তখনই ভিড় জমতে শুরু হয় দোকানে দোকানে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৩:০৮
thousands of people gather at liquor stores

ছবি: সংগৃহীত।

ঠিক যেন সেলের অফার। একটা কিনলে একটা বিনামূল্যে। জামাকাপ়ড় বা অন্য কিছু নয়। মদের বোতল। সুরাপ্রেমীদের কাছে এমন লোভনীয় প্রস্তাব বার বার আসে না। তাই মদের দোকানের সেই অফারের কথা ঘোষণা হতেই কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন দোকানে। নয়ডার সেক্টর-১ এর মদের দোকানে উপচে পড়েছে ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। সেই ঘটনারই একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অফার চলাকালীন বিনামূল্যের মদ কিনতে দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। নয়ডার মদের দোকানগুলি যখন ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার দিয়ে মদের মজুত স্টক শেষ করার কথা ঘোষণা করে, তখনই ভিড় জমতে শুরু হয় দোকানে দোকানে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১ এপ্রিল নতুন আবগারি নীতি চালু হওয়ার আগেই মদের দোকানগুলি তাদের হাতে থাকা মজুত মদ বিক্রি করে ফেলতে চায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েক জন ব্যক্তি হাতে বিশাল বিশাল বাক্স নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছেন।

সংবাদমাধ্যমে এক ক্রেতা বলেন, ‘‘দিল্লিতে মদ বিনামূল্যে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই দোকানগুলির লাইসেন্সের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। তাই এখন এগুলি বিক্রির জন্য রাখা হচ্ছে। আমি একটি ব্র্যান্ডের ১০০টি ছোট বোতল এবং অন্য ব্র্যান্ডের কয়েকটি বোতল কিনেছি। ’’ অন্য এক জন ক্রেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন যে প্রায় হাজার জন লোক মদ কিনতে দোকানে এসেছিলেন। তিনি উল্লেখ করেছেন যে তিনি যে দোকানে গিয়েছিলেন সেখানে ১ কিনলে আরও একটি বিনামূল্যে না দেওয়া হলেও বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলগুলি তুলনামূলকভাবে কম দামে বিক্রি করা হচ্ছিল।

Noida Delhi Liquor Shop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy