স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। স্বামীর সঙ্গে আর এক মুহূর্তও থাকার ইচ্ছা নেই তাঁর। অন্য দিকে প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে হোটেলে দেখা করতে যাচ্ছেন তিনি। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে হোটেলের ঘর থেকে হাতেনাতে স্ত্রীকে ধরলেন তাঁর স্বামী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ওড়না দিয়ে এক তরুণী তাঁর মুখ ঢেকে রয়েছেন। হোটেলের ঘরে ছিলেন তিনি। তার পর তাঁর স্বামীর সম্মুখীন হতেই হোটেলের ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন তরুণী। জানা গিয়েছে, এই ঘটনাটি উত্তরপ্রদেশের ওরাই শহরে ঘটেছে।
তরুণের দাবি, তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অন্য দিকে, নিজেই পরকীয়া সম্পর্কে রয়েছেন তরুণী। প্রমাণ পাওয়ার পর স্ত্রীকে হোটেলের ঘর থেকে হাতেনাতে ধরলেন তরুণ। তরুণী কোনও ভাবেই দায় স্বীকার করতে চাইছিলেন না। তিনি বার বার জানাতে থাকেন যে, হোটেলে তিনি কাজে এসেছিলেন। স্বামীকে দেখে বিরক্ত হয়ে হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন তিনি। তরুণের দাবি, তাঁর কাছে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। তরুণীর বাবা-মায়ের কাছে গিয়ে সব প্রমাণই দেবেন তিনি।