বিউটি পার্লারে গিয়ে কে টাকা খরচ করবে! তাই চুল ‘স্ট্রেট’ করতে ঘরোয়া উপায় অবলম্বন করেছিলেন তরুণী। কিন্তু ফল হল উল্টো। একগাছা চুল হারাতে হল ওই তরুণীকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও স্পষ্ট নয় ওই ভিডিয়ো থেকে।
আরও পড়ুন:
কিন্তু কী এমন করলেন যে চুল হারাতে হল ওই তরুণীকে? ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়েছেন এক তরুণী। তার পর একটি স্টিলের চিমটে নিয়ে গ্যাসের গনগনে আগুনে গরম করতে দেখা যায় তাঁকে। চিমটেটি গরম হতেই মহিলা তা চেপে ধরেন একগাছা চুলে। চাপ দিয়ে চুলের উপর থেকে নীচের দিকে টানতে থাকেন। আর তাতেই বিপত্তি। একগাছা চুল পুড়ে গিয়ে চিমটেয় উঠে আসে। তবে তা খেয়াল করেননি ওই তরুণী। চিমটেয় লেগে থাকা চুল আগুনে ধরতেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে চিমটেটি জলে ফেলে দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে
আরও পড়ুন:
গত ৩ জানুয়ারি ‘মিনিঅ্যান্ডমিনিভাইবস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই কোটি কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়োটি। লাইক পড়েছে তিন লক্ষের বেশি। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। কেউ কেউ আবার মহিলার কাণ্ড দেখে সমালোচনাও করেছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কখনও কখনও নিজেদের বুদ্ধি বেশি খরচ করতে নেই। না হলে এ রকমই হয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাবধান, নইলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর থেকে ভাল একটা স্ট্রেটনার কিনে নেওয়া।’’