পোশাক বিক্রির দোকানের বিলিং কাউন্টারে বসে মোবাইল ঘাঁটছিলেন এক তরুণ। হঠাৎ জোর শব্দে চমকে ওঠেন তিনি। দোকানের ভিতর ই-স্কুটার চালিয়ে ঢুকে পড়েন এক তরুণী ক্রেতা। স্কুটার চালিয়ে দোকানের চারদিকে ঘুরে ঘুরে জামাকাপড় নেড়েচেড়ে দেখেন তিনি। তার পর পছন্দমতো পোশাক কিনে বিল মিটিয়ে দোকান থেকে স্কুটার চালিয়েই বেরিয়ে যান সেই ক্রেতা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফিনিক্সটিভি_নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ক্রেতা ই-স্কুটার চালিয়ে জামাকাপড় কিনতে দোকানে ঢুকে পড়েন। স্কুটার চালিয়ে দোকানের ভিতর ঘুরে ঘুরে জামাকাপড় দেখতে থাকেন তিনি। দোকানের এক তরুণী কর্মীও স্কুটারচালিকার পিছন পিছন ঘুরতে থাকেন। তার পর পোশাক পছন্দ করে তার বিল মিটিয়ে স্কুটার চালিয়ে দোকান থেকে বেরিয়ে যান ক্রেতা।
গত বৃহস্পতিবার এই ঘটনাটি চিনের শানডং এলাকার একটি দোকানে ঘটেছে। ভিডিয়োটি ভাইরাল হতেই সেই দোকানের মালিক দাবি করেন যে, এক ডেলিভারি কর্মীও একদিন তাঁদের দোকানে স্কুটার নিয়ে ঢুকে পড়েছিলেন। জিনিস ডেলিভারি করে আবার স্কুটার চালিয়ে দোকান থেকে বেরিয়ে যান তিনি।
ভিডিয়োটি দেখে আপত্তি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘দোকানে গাড়ি চালিয়ে ঢুকে যাওয়া খুব অন্যায়। যে কোনও মুহূর্তে দোকানের ক্ষতি হয়ে যেতে পারে। দোকানের কর্মীদের বারণ করা প্রয়োজন ছিল।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘ওই ক্রেতা মনে হয় খুবই অলস প্রকৃতির। তাই আর হাঁটাহাঁটি করে পরিশ্রম করতে চাননি।’’