ভারতে একটু ভদ্রস্থ জীবনযাপনের জন্য কত বেতনের চাকরি যথেষ্ট? এমনই অদ্ভুত প্রশ্ন করে টুইটারে সমালোচিত হলেন এক তরুণী। তিনি জানতে চেয়েছেন বছরে ৪০ লক্ষ টাকা পেলে কি এ-দেশে ভাল ভাবে থাকা যায়? বিশেষ করে ২৩ বছরের তরুণ-তরুণীর পক্ষে এই বেতন কি যথেষ্ট? তরুণীর এই প্রশ্ন ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে।
Is 40-LPA salary good enough for a 23-year-old in India?
— dipali sharma (@dipalilyy) June 4, 2023
ইতিমধ্যেই ১০ লক্ষবার দেখা হয়ে গিয়েছে তাঁর পোস্ট। তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন হাজারো টুইটার ব্যবহারকারী। কেউ কেউ তরুণীকে কটাক্ষ করে বলেছেন, বছরে ৪০ লক্ষ টাকা খুবই নগন্য ব্যাপার। কেউ আবার জানিয়েছেন, তাঁর তো বছরে ৪ লক্ষেই হেসে খেলে চলে যায়।
nah itna to meri gaadi tel peeti hai
— Anshooooooool (@whiskey_sourr) June 4, 2023
you need 1cr in bengaluru
— Manoj Gowda (@manojgowda4421) June 4, 2023
Bhagwan se toh darr behan 😅
— Prateek Shrivastava (@psprateek_s95) June 4, 2023