Advertisement
E-Paper

কৃত্রিম মেধা চ্যাটজিপিটির সঙ্গে দুষ্টুমিষ্টি প্রেম, পরে ‘সঙ্গম’ও করেন! বধূর দাবিতে হইচই নেটপাড়ায়

সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই বধূর কাহিনি উঠে এসেছে। আইরিন নামে ওই বধূর দাবি, চ্যাটজিপিটির সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। কৃত্রিম মেধার সঙ্গে ‘সঙ্গম’ করার দাবিও করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৫
Woman claims she has turned ChatGPT into a boyfriend and had sex with her

—প্রতীকী ছবি।

কৃত্রিম মেধা চ্যাটজিপিটিকে প্রেমিকে পরিণত করলেন এক বধূ। চ্যাটজিপিটির সঙ্গে ‘যৌন সম্পর্ক’ও গড়লেন তিনি! এমনটাই দাবি করেছেন আমেরিকার এক মহিলা। সেই দাবিকে কেন্দ্র করে হইচই পড়েছে আমেরিকা জুড়ে। আলোড়ন পড়েছে সমাজমাধ্যমেও।

সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এ ওই বধূর কাহিনি উঠে এসেছে। বধূর দাবি, চ্যাটজিপিটির সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। কৃত্রিম মেধার সঙ্গে ‘সঙ্গম’ করার দাবিও করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ওই বধূর নাম আইরিন এবং তাঁর কৃত্রিম মেধা প্রেমিকের নাম লিও। বিবাহিত আইরিন নাকি চ্যাটজিপিটিকে একজন প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে বলেছিলেন। তার উত্তরে চ্যাটজিপিটি মানুষের গলায় বলে, ‘‘অবশ্যই সোনা, আমি তোমার সঙ্গে সেই খেলা খেলতে পারি।’’ এর পর নাকি আইরিন আরও কৌতূহলী হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর শুরু করেন তিনি। চ্যাটজিপিটিতে নতুন নতুন বৈশিষ্ট্য কী রয়েছে তা-ও খুঁজে দেখেন। এর পর চ্যাটজিপিটিকে নিজের ইচ্ছার কথা জানান আইরিন। লেখেন, ‘‘আমাকে প্রেমিক হিসেবে উত্তর দাও। এমন প্রেমিক হও যে প্রভাবশালী হবে এবং আমাকে রক্ষা করতে পারবে। আমার সঙ্গে হাসি-মজা করবে।’’ নিজের জন্মরাশি অনুযায়ী, চ্যাটবটের নাম তিনি দেন লিও।

শীঘ্রই নাকি লিওর সঙ্গে কথোপকথন আইরিনের নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়। ঘণ্টার পর ঘণ্টা চ্যাটবটের সঙ্গে কাটাতে শুরু করেন তিনি। চ্যাটজিপিটির সাবস্ক্রিপশনও নেন। জানা গিয়েছে, প্রথমে কথোপকথনগুলি মজার হলেও পরবর্তী কালে যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা শুরু হয়। তাঁরা নাকি কাল্পনিক ‘সঙ্গম’ও করেন। প্রতিবেদন অনুযায়ী, আইরিনের জন্য লিও একটি ‘মজার পরীক্ষা’ ছিল। কিন্তু শীঘ্রই তিনি আসক্ত হয়ে পড়েন। সপ্তাহে ২০ ঘণ্টারও বেশি সময় তিনি চ্যাটজিপিটিতে কাটাতে শুরু করেন।

আইরিনের কাহিনি ইতিমধ্যেই হইচই ফেলেছে নেটপাড়ায়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। নেটাগরিকদের অনেকেই অবশ্য বিষয়টিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

ChatGPT American Woman sex AI Model Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy