পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন মহিলারা। বিশ্বের নানা প্রান্তেই নারীশক্তির জয়জয়কারের ছবি এখন বিরল নয়। এমনকি, বহু ক্ষেত্রে পুরুষদের রীতিমতো টেক্কাও দিচ্ছেন মহিলারা। এ দেশেও এমন সব কাজে হাত লাগাচ্ছেন মহিলারা, যা এক সময়ে একান্ত ভাবে 'পুরুষের কাজ' বলে পরিচিত ছিল। সম্প্রতি এক ভারতীয় মহিলার ট্রাক চালানোর ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় হইচই শুরু হয়ে গেল।
স্টিয়ারিং হাতে ট্রাকের চালকের আসনে বসে রয়েছেন এক মহিলা। হাইওয়ে ধরে যে দ্রুত গতিতে ট্রাক চালাতে দেখা গিয়েছে মহিলাকে, তাতে দেখে মনে হয়েছে, বেশ স্বচ্ছন্দেই এই ভূমিকা পালন করছেন তিনি। শুধু কী তাই! ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে একটি গাড়ি যখন রাস্তায় তাঁর পাশে ছুটছিল, সে সময় ক্যামেরা তাক করতেই মুচকি হাসলেন ওই মহিলা।
ट्रक को इससे क्या मतलब कि चलाने वाला ‘पुरुष’ है या ‘महिला.’
— Awanish Sharan (@AwanishSharan) July 17, 2022pic.twitter.com/g9IEAocv7p
এই ভিডিয়ো মন কেড়েছে অনেকের। ভিডিয়োটি টুইট করেছেন অবনীশ শরণ নামে এক আইএএস।