তরুণীর পরনে কালো লেহঙ্গা। মঞ্চে দাঁড়িয়ে নাচ করছেন তিনি। তরুণীর সঙ্গে মঞ্চে রয়েছেন এক তরুণও। মাইক হাতে গান করছেন তিনি। মঞ্চ ঘিরে দাঁড়িয়েছিলেন অনেকেই। সকলেই ফোনের ক্যামেরা অন করে রেখেছেন। ক্যামেরার লেন্সে বন্দি শুধুমাত্র সেই তরুণী। তবে তরুণীর নজরও শুধুমাত্র এক দিকেই। মঞ্চের উপর রয়েছে একটি সাপ। তাকেই কখনও জিভ দিয়ে কখনও বা হাওয়ায় চুমু ছুড়ে ‘আদর’ করছেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। অবশ্য ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন:
‘অ্যাক্টর_মহাবীর_ভাদু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণ গান গাইছেন এবং কালো লেহঙ্গা পরে নাচ করছেন এক তরুণী। তরুণীর নজর রয়েছে মঞ্চের সামনে কুণ্ডলী পাকিয়ে বসে থাকা একটি সাপের দিকে। দর্শকের দিকে মুখ করে রয়েছে সাপটি। মঞ্চের উপর বসে খুব সাবধানে সাপটির দিকে মুখ বাড়িয়ে দিলেন তরুণী। তার পর জিভ বার করে সাপের মাথায় বুলিয়ে দিলেন। যেন সাপের মাথায় ‘আদর’ করলেন তিনি। আবার নাচ করতে করতে পিছিয়ে গেলেন ওই তরুণী।
আবার ঘুরেফিরে সাপের দিকে এগোতে থাকেন তিনি। মঞ্চে বসে পড়ে জিভ বার করে সাপের দিকে এগিয়ে যান তরুণী। সাপের মাথায় জিভ ছুঁয়ে দিতেই তরুণীর দিকে মুখ ঘোরাল সাপটি। তখনই সাপটিকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে দেন তিনি।
কখনও জিভ বার করে নাচাতে থাকেন, কখনও বা সাপটির উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দেন। তার পর ‘নাগিন ডান্স’ করতে শুরু করেন ওই তরুণী। সাপটি লাফিয়ে ওঠার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়। তরুণীটি জিভ বার করে নিজেই সাপের মতো আচরণ করে নাচ করতে থাকেন।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘এমন অমানবিক কাজকর্ম কে করে? সাপটিই তো তরুণীকে দেখে ভয় পেয়ে যাচ্ছে।’’ আবার এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আমার মনে হচ্ছে ওঁরা সাপের মুখে কিছু লাগিয়ে রেখেছেন। সাপটি তো হাঁ করতেই পারছে না।’’