চেন্নাই এক্সপ্রেস: বিয়েতে যদি বৈচিত্র চান, সেজে উঠুন দক্ষিনী সাজে। ঠিক যেমনটা সেজেছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দীপিকা পা়ড়ুকোন। একদম সনাতনী দক্ষিণী সাজ, লাল জমির উপর সোনালি জরির কাজ এবং চওড়া সোনালি পাড়ের কাঞ্জীভরম শাড়ি। সঙ্গে সোনা, মুক্ত এবং লাল-সবুজ পাথর বসানো সাবেকি দক্ষিণী গয়না, কানে টানা দুল। মাথায় চওড়া টায়রা টিকলি, খোঁপায় জুঁইয়ের মালা। বিয়ের দিন এই সাজ আপনিও করে দেখতে পারেন।
অ্যায় দিল হ্যায় মুশকিল: একদম অন্য ঘরানার সাজতে চাইলে কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এর অনুষ্কা শর্মার সাজ দেখে নিতে পারেন। গাঢ় লাল লেহঙ্গার উপর সোনালি ব্লাউজ সঙ্গে লাল পাড়ের ভারী কাজ করা ওড়না। মানানসই গয়না হিসাবে গলা জুড়ে ছিল সবুজ পাথর ঝোলানো কুন্দনের হার, মুক্ত আর কুন্দন বসানো টানা নথ লাল-সবুজে মিশেল যে কোনও কনের সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিতে পারে।
চোখের বালি: বাঙালি বধূর চিরাচরিত সাজ কার না ভাল লাগে? আর পর্দায় নায়িকাদের সবচেয়ে সুন্দর ভাবে সাজিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষই। ‘চোখের বালি’র বিনোদিনীর (ঐশ্বর্যা রাই বচ্চন) লাল টুকটুকে বেনারসীর কে-ই বা ভুলতে পারেন? কপালের চন্দনের নকশা যত্ন করে এঁকেছিলেন পরিচালক নিজেই। সনাতনী সাজ ভাল লাগলে নির্দ্বিধায় আপনি এই সাজ ফুটিয়ে তুলতে পারেন।
যোধা আকবর: শীতের বিয়েতে ইদানীং জমকালো সাজে নজর কাড়ছেন অনেক হবু কনেই। আপনারও যদি এমন সাজ পছন্দ হয়, তবে পছন্দের তালিকায় রাখতেই পারেন আপনি আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘যোধা আকবর’এ ঐশ্বর্যা রায় বচ্চনের সাজটি। সূক্ষ্ম পুঁতির কারুকাজ করা লেহঙ্গার সঙ্গে গলা ভর্তি হার, কানের ভারী দুল, টিকলি, আর নথ। মুঘল ঘরানার জাঁকজমকপূর্ণ সাজে সব মিলিয়ে রানির মতো লাগবে আপনাকে।