Advertisement
২৫ সেপ্টেম্বর ২০২৩
Wedding special 2022

মঙ্গলসূত্রে রয়্যাল বেঙ্গল টাইগার! এ রকমই একাধিক চমক এই অলঙ্কারে

মসৃণ চেনের সঙ্গে অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইনের লকেট মাঝামাঝি জায়গায়। আর একেবারে নীচে একটি জলের ফোঁটার ডিজাইন। আধুনিক কনেরা বেশ পছন্দ করছেন এই ড্রপ মঙ্গলসূত্র।

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১০:১৬
Share: Save:
০১ ১৫
ইদানিং মঙ্গলসূত্র শুধুমাত্র রীতিতে সীমাবদ্ধ নেই। বরং হয়ে উঠেছে সাজসজ্জার অঙ্গ। কালো বিডস অথবা চেন, মিলছে নানা ধরনের ডিজাইন। মঙ্গলসূত্রে জড়িয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য। এই অলঙ্কার প্রত্যেক কনের কাছে অত্যন্ত ব্যক্তিগত সম্পদ।

ইদানিং মঙ্গলসূত্র শুধুমাত্র রীতিতে সীমাবদ্ধ নেই। বরং হয়ে উঠেছে সাজসজ্জার অঙ্গ। কালো বিডস অথবা চেন, মিলছে নানা ধরনের ডিজাইন। মঙ্গলসূত্রে জড়িয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য। এই অলঙ্কার প্রত্যেক কনের কাছে অত্যন্ত ব্যক্তিগত সম্পদ।

০২ ১৫
মাল্টি সার্কেল মঙ্গলসূত্র: সাবেক আর আধুনিক ডিজাইনের মেলবন্ধন। একটু অন্য ধরনের মঙ্গলসূত্র চাইলে এটি রাখতে পারেন তালিকায়।

মাল্টি সার্কেল মঙ্গলসূত্র: সাবেক আর আধুনিক ডিজাইনের মেলবন্ধন। একটু অন্য ধরনের মঙ্গলসূত্র চাইলে এটি রাখতে পারেন তালিকায়।

০৩ ১৫
সিঙ্গল ডায়মন্ড মঙ্গলসূত্র: খুব বিস্তৃত অলঙ্কার পছন্দ নয়? ছিমছাম মঙ্গলসূত্র চাইলে এটিই হয়ে হয়ে উঠবে আপনার প্রথম পছন্দ। ছোট্ট হীরের লকেটের সঙ্গে ছোট ছোট কালো অথবা সোনালি বিডস যোগ করে নিতে পারেন। জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন এই ধরনের মঙ্গলসূত্র পরে থাকেন।

সিঙ্গল ডায়মন্ড মঙ্গলসূত্র: খুব বিস্তৃত অলঙ্কার পছন্দ নয়? ছিমছাম মঙ্গলসূত্র চাইলে এটিই হয়ে হয়ে উঠবে আপনার প্রথম পছন্দ। ছোট্ট হীরের লকেটের সঙ্গে ছোট ছোট কালো অথবা সোনালি বিডস যোগ করে নিতে পারেন। জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন এই ধরনের মঙ্গলসূত্র পরে থাকেন।

০৪ ১৫
জোডিয়াক সাইন মঙ্গলসূত্র: কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আপনার সাধের মঙ্গলসূত্র। নিজের এবং সঙ্গীর রাশি চিহ্ন জুড়ে নিন তাতে। যেমন নতুনত্ব আসবে, তেমনই আরও অর্থপূর্ণ হয়ে উঠবে এই অলঙ্কার।

জোডিয়াক সাইন মঙ্গলসূত্র: কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আপনার সাধের মঙ্গলসূত্র। নিজের এবং সঙ্গীর রাশি চিহ্ন জুড়ে নিন তাতে। যেমন নতুনত্ব আসবে, তেমনই আরও অর্থপূর্ণ হয়ে উঠবে এই অলঙ্কার।

০৫ ১৫
সিঙ্গল ফ্লোরাল মঙ্গলসূত্র: একটু স্টাইলিশ মঙ্গলসূত্র চাইলে নিতে পারেন এটি। ভারতীয় অথবা পাশ্চাত্য, যে কোনও পোশাকের সঙ্গেই মানানসই এই হার। ছোট্ট ফুলের চারপাশে কালো বিডস সাজিয়ে দেওয়া থাকে এতে।

সিঙ্গল ফ্লোরাল মঙ্গলসূত্র: একটু স্টাইলিশ মঙ্গলসূত্র চাইলে নিতে পারেন এটি। ভারতীয় অথবা পাশ্চাত্য, যে কোনও পোশাকের সঙ্গেই মানানসই এই হার। ছোট্ট ফুলের চারপাশে কালো বিডস সাজিয়ে দেওয়া থাকে এতে।

০৬ ১৫
ড্রপ মঙ্গলসূত্র: মসৃণ চেনের সঙ্গে অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইনের লকেট মাঝামাঝি জায়গায়। আর একেবারে নীচে একটি জলের ফোঁটার ডিজাইন। আধুনিক কনেরা বেশ পছন্দ করছেন এই নতুন ধরনের মঙ্গলসূত্র।

ড্রপ মঙ্গলসূত্র: মসৃণ চেনের সঙ্গে অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইনের লকেট মাঝামাঝি জায়গায়। আর একেবারে নীচে একটি জলের ফোঁটার ডিজাইন। আধুনিক কনেরা বেশ পছন্দ করছেন এই নতুন ধরনের মঙ্গলসূত্র।

০৭ ১৫
লিফ স্টাইল লং মঙ্গলসূত্র: যদি মঙ্গলসূত্রকেই গলার মূল অলঙ্কার করে তুলতে চান, মুশকিল আসান হতে পারে এই ডিজাইন। গলা জুড়ে এতে সুন্দর জমকালো পাতার নকশা।

লিফ স্টাইল লং মঙ্গলসূত্র: যদি মঙ্গলসূত্রকেই গলার মূল অলঙ্কার করে তুলতে চান, মুশকিল আসান হতে পারে এই ডিজাইন। গলা জুড়ে এতে সুন্দর জমকালো পাতার নকশা।

০৮ ১৫
দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র: বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মঙ্গলসূত্রের এই অনন্য ডিজাইন তৈরি করেছেন। মূলত হিরে, পান্না ও রুবি দিয়ে এই ডিজাইন মঙ্গলসূত্র মহলে কিন্তু সাম্প্রতিকতম।

দ্য রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র: বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মঙ্গলসূত্রের এই অনন্য ডিজাইন তৈরি করেছেন। মূলত হিরে, পান্না ও রুবি দিয়ে এই ডিজাইন মঙ্গলসূত্র মহলে কিন্তু সাম্প্রতিকতম।

০৯ ১৫
জেমস্টোন ড্রপ মঙ্গলসূত্র: জমকালো নয়, বরং হাল্কা গয়নাতেই স্বচ্ছন্দ? তা হলে জেমস্টোন ড্রপ মঙ্গলসূত্র হয়ে উঠতে পারে একেবারে আদর্শ। প্রতিদিন পরারও উপযুক্ত এই ডিজাইনের মঙ্গলসূত্র।

জেমস্টোন ড্রপ মঙ্গলসূত্র: জমকালো নয়, বরং হাল্কা গয়নাতেই স্বচ্ছন্দ? তা হলে জেমস্টোন ড্রপ মঙ্গলসূত্র হয়ে উঠতে পারে একেবারে আদর্শ। প্রতিদিন পরারও উপযুক্ত এই ডিজাইনের মঙ্গলসূত্র।

১০ ১৫
গোল্ড চেন মঙ্গলসূত্র: সোনার গয়নার সাবেক সাজ অনেকেরই প্রিয়। তাই সাধারণ মঙ্গলসূত্রের সঙ্গে সোনার হার জুড়ে দিয়ে তৈরি এই হার। একাধারে স্নিগ্ধ এবং ঐতিহ্যে মোড়া।

গোল্ড চেন মঙ্গলসূত্র: সোনার গয়নার সাবেক সাজ অনেকেরই প্রিয়। তাই সাধারণ মঙ্গলসূত্রের সঙ্গে সোনার হার জুড়ে দিয়ে তৈরি এই হার। একাধারে স্নিগ্ধ এবং ঐতিহ্যে মোড়া।

১১ ১৫
ইনফিনিটি ডিজাইন মঙ্গলসূত্র: আপনার এবং আপনার সঙ্গীর সম্পর্কের বন্ধন ধ্রুবক। আর এই বিষয়টিকে যদি মঙ্গলসূত্রে ফুটিয়ে তোলা হয়, তা হলে তো আর কথাই নেই! দেখতে পারেন এই পার্সোনালাইজড মঙ্গলসূত্র।

ইনফিনিটি ডিজাইন মঙ্গলসূত্র: আপনার এবং আপনার সঙ্গীর সম্পর্কের বন্ধন ধ্রুবক। আর এই বিষয়টিকে যদি মঙ্গলসূত্রে ফুটিয়ে তোলা হয়, তা হলে তো আর কথাই নেই! দেখতে পারেন এই পার্সোনালাইজড মঙ্গলসূত্র।

১২ ১৫
ইভিল আই মঙ্গলসূত্র: সম্প্রতি অন্দরসজ্জা, গয়না বা পোশাকে এই চোখের ডিজাইন বেশ জনপ্রিয়। মনে করা হয়, আশপাশের সমস্ত নেতিবাচক আবহ দূরে রেখে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এই চোখ। তাই মঙ্গলসূত্রের ডিজাইনেও জায়গা করে নিয়েছে এটি।

ইভিল আই মঙ্গলসূত্র: সম্প্রতি অন্দরসজ্জা, গয়না বা পোশাকে এই চোখের ডিজাইন বেশ জনপ্রিয়। মনে করা হয়, আশপাশের সমস্ত নেতিবাচক আবহ দূরে রেখে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এই চোখ। তাই মঙ্গলসূত্রের ডিজাইনেও জায়গা করে নিয়েছে এটি।

১৩ ১৫
টু স্ট্রিং মঙ্গলসূত্র: ফিউশন সাজ চাইলে টু স্ট্রিং মঙ্গলসূত্রের কিন্তু বিকল্প নেই। পরতে পারেন যে কোনও পোশাকের সঙ্গে।

টু স্ট্রিং মঙ্গলসূত্র: ফিউশন সাজ চাইলে টু স্ট্রিং মঙ্গলসূত্রের কিন্তু বিকল্প নেই। পরতে পারেন যে কোনও পোশাকের সঙ্গে।

১৪ ১৫
ব্রেসলেট মঙ্গলসূত্র: মঙ্গলসূত্রের নকশায় যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনই পরার ধরনেও এসেছে নতুনত্ব। গলার হার ছেড়ে মঙ্গলসূত্র পরতে পারেন ব্রেসলেট আকারে। আভিজাত্য এবং সাধারণ সাজের এক অনন্য মিশেল। পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন।

ব্রেসলেট মঙ্গলসূত্র: মঙ্গলসূত্রের নকশায় যেমন পরিবর্তন এসেছে, ঠিক তেমনই পরার ধরনেও এসেছে নতুনত্ব। গলার হার ছেড়ে মঙ্গলসূত্র পরতে পারেন ব্রেসলেট আকারে। আভিজাত্য এবং সাধারণ সাজের এক অনন্য মিশেল। পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন।

১৫ ১৫
রিং মঙ্গলসূত্র: আকারে ছোট এবং হালকা মঙ্গলসূত্রেই স্বাচ্ছন্দ্য? তা হলে রিং মঙ্গলসূত্র একেবারে আপনার জন্যই। এই মঙ্গলসূত্র বর্তমানে ট্রেন্ড হয়ে উঠছে ক্রমশ।

রিং মঙ্গলসূত্র: আকারে ছোট এবং হালকা মঙ্গলসূত্রেই স্বাচ্ছন্দ্য? তা হলে রিং মঙ্গলসূত্র একেবারে আপনার জন্যই। এই মঙ্গলসূত্র বর্তমানে ট্রেন্ড হয়ে উঠছে ক্রমশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE