পথ-দুর্ঘটনায় আহত ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে আগামী শুক্রবার। কিন্তু চার্জশিট দাখিল তো দূরের কথা, সেই ঘটনার পুলিশি তদন্তই এখনও শেষ হয়নি!
সঞ্জয়ের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ইএম বাইপাসের অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ। অভিযুক্তের তালিকায় রয়েছেন ওই হাসপাতালের কয়েক জন চিকিৎসক। গত বছর ফেব্রুয়ারিতে গাড়ি-দুর্ঘটনায় জখম হন সঞ্জয়। অ্যাপোলোয় সাত দিন ভর্তি থাকার পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। ২৫ ফেব্রুয়ারি ফুলবাগান থানায় অ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ দায়ের করেন ওই যুবকের স্ত্রী রুবি রায়।
পুলিশ জানায়, ওই হাসপাতালে যাঁরা সঞ্জয়ের চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, সেই সব চিকিৎসক, আধিকারিক-সহ ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাদ যাননি ওই বেসরকারি হাসপাতালের প্রাক্তন চিফ এগ্জিকিউটিভ অফিসার (সিইও) রূপালি বসুও। প্রাথমিক তদন্তে পুলিশ সঞ্জয়ের চিকিৎসার সঙ্গে যুক্ত কয়েক জন চিকিৎসক এবং হাসপাতালের প্রশাসনিক স্তরের কয়েক জনের বিরুদ্ধে জোর করে টাকা আদায় এবং ভুল চিকিৎসার প্রমাণ পায়। হুমকি দিয়ে যথেচ্ছ বিল বাড়িয়ে দেওয়ার বেশ কিছু প্রমাণও রয়েছে তদন্তকারীদের হাতে।