E-Paper

বসতবাড়ি অনুষ্ঠানে ভাড়া, নিউ টাউনে বন্ধ ১১টি ভবন

অভিযোগ, পুর ও নগরোন্নয়ন দফতরের বিধি লঙ্ঘন করে আবাসিক বাড়িগুলির প্রায় গোটা অংশ জুড়েই ভাড়া দেওয়া হচ্ছিল অনুষ্ঠানের জন্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ০৯:৪৯
যাঁরা অগ্রিম দিয়ে বাড়ি ভাড়া নিয়েছেন অনুষ্ঠানের জন্য, তাঁরা কী করবেন?

যাঁরা অগ্রিম দিয়ে বাড়ি ভাড়া নিয়েছেন অনুষ্ঠানের জন্য, তাঁরা কী করবেন? —প্রতীকী চিত্র।

নিয়ম-বহির্ভূত ভাবে আবাসিক বাড়িতে চলা অনুষ্ঠান ভবনগুলির বিরুদ্ধে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করল ‘নিউ টাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)। অনেক দিন ধরেই বিষয়টির উপরে নজর রাখছিল এনকেডিএ। অভিযোগ, পুর ও নগরোন্নয়ন দফতরের বিধি লঙ্ঘন করে আবাসিক বাড়িগুলির প্রায় গোটা অংশ জুড়েই ভাড়া দেওয়া হচ্ছিল অনুষ্ঠানের জন্য। শেষ পর্যন্ত এই ধরনের ১১টি অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দেওয়া হল।

যদিও প্রশ্ন উঠেছে, এই অবস্থায় যাঁরা অগ্রিম দিয়ে বাড়ি ভাড়া নিয়েছেন অনুষ্ঠানের জন্য, তাঁরা কী করবেন? এনকেডিএ জানাচ্ছে, অনুষ্ঠান বাড়ির মালিকদের বলা হয়েছে, উপযুক্ত অনুমতিপত্র নিতে হবে। তার আগে সেগুলি বন্ধ থাকবে। অনুষ্ঠান আটকে গেলে যাঁরা ভাড়া নিয়েছেন, তাঁরা এনকেডিএ-র দফতরে দেখা করতে পারেন।

প্রসঙ্গত, কলকাতার মেছুয়াপট্টিতে হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যুর ঘটনার পরে নিউ টাউনে প্রথম বার সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে সম্প্রতি। নিয়ম না মেনে চলায় একাধিক রেস্তরাঁ, কফি শপ, পানশালা বন্ধ করে দিয়েছে এনকেডিএ। সংস্থার আধিকারিকেরা জানান, নগরোন্নয়ন দফতরের নিয়ম অনুযায়ী,
আবাসিক বাড়ির ৪০ শতাংশ অবধি জায়গায় অনুমতি সাপেক্ষে বাণিজ্যিক কাজকর্ম করা যায়। কিন্তু যেগুলি বন্ধ করা হয়েছে, সেগুলিতে প্রায় পুরো বাড়ি জুড়েই বাণিজ্যিক কাজকর্ম চলছিল। বাড়ির চরিত্র বদলের শংসাপত্র, অনুমতিপত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স— কিছুই নেই ওই সব বাড়ির। যে কারণে বাড়িগুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সব বাড়ির মালিকদের চড়া হারে জরিমানা করা হতে পারে বলেও জানা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

New Town NKDA

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy