Advertisement
E-Paper

যাদবপুরে কিশোরী কন্যাকে তিন তলা থেকে ঠেলে ফেলে দিয়ে গ্রেফতার বাবা! খুনের চেষ্টার অভিযোগ দায়ের

কেন নিজের কন্যাকে বারান্দা থেকে ঠেলে ফেললেন অভিযুক্ত, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। প্রতিবেশী এবং নাবালিকার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৭:২৭
15-year-old girl was pushed from her flat in Jadavpur, father arrested

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

তিন তলার ফ্ল্যাটের বারান্দা থেকে ১৫ বছর বয়সি কন্যাকে ধাক্কা দিয়ে নীচে ফেললেন বাবা! গুরুতর আহত ওই নাবালিকা। প্রতিবেশীদের তৎপরতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, যাদবপুরের আনন্দপল্লির বাসিন্দা চিন্ময় গোপ। পরিবার নিয়ে থাকতেন এলাকারই এক বহুতলের তিন তলার ফ্ল্যাটে। অভিযোগ, শনিবার দুপুরে আচমকারই ১৫ বছরের কন্যাকে ফ্ল্যাটের বারান্দা থেকে ঠেলে ফেলে দেন। ঘটনা নজরে আসতেই প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী অভিযুক্ত চিন্ময়ের নামে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, কন্যাকে খুন করতেই অভিযুক্ত তিন তলার বারান্দা থেকে ধাক্কা মেরেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংহিতার ১০৯ নম্বর ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত করছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে চিন্ময়কে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

কেন কন্যাকে বারান্দা থেকে ঠেলে ফেললেন চিন্ময়, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। প্রতিবেশী এবং নাবালিকার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার বয়ান এখনও নথিভুক্ত করা যায়নি। সেই বয়ান পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট বলে মনে করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে ধৃতকে জেরা করেও কারণ জানার চেষ্টা করছেন তাঁরা।

Jadavpur arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy